রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

সোমবার দোলের দিন সন্ধ্যায় ভিজেছে কলকাতা। বৃষ্টির সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়াও। আজ মঙ্গলবারও বর্ষণের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের এমনই পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব ক’টি জেলায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
মঙ্গলবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২২.৭ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ২৫.৭ ডিগ্রি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় তিন ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ মঙ্গলবার শহরের সর্বোচ্চ পারদ ৩৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
আরও পড়ুন:

হজমের সমস্যায় জেরবার? মুঠো মুঠো ওষুধ না খেয়েও কমছে না? ভরসা রাখুন এই ৩ যোগাসনে?

পর্দার আড়ালে, পর্ব-৫০: অর্ধশতাব্দী ছুঁলো ‘অমানুষ’

হাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। আবার বাংলাদেশের উপরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে বাংলায় বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে জলীয় বাষ্প হু হু করে ঢুকছে। আর এতেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আবহাওয়া দফতর এও জানিয়েছে, মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গের তাপমাত্রার বদল হতে পারে। আগামীকাল বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৮: সকালবেলাই হাঁটতে হবে?

গর্ভাবস্থায় গলা-বুক জ্বালা, বমি ভাব? এমন সময় কী করবেন, কী করবেন না

দক্ষিণবঙ্গের সব কটি জেলায় মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেওঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই বৃষ্টির ফলে এখনই তাপমাত্রার পারদের তেমন হেরফের হবে না। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কয়েক দিনের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলিও বৃষ্টিতে ভিজতে পারে। তেব হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে।

Skip to content