শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী।

এখন দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়া। উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। হাওয়া দফতর জানিয়েছে, এ বার দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও বড় বদল আসতে চলেছে। আগামী ৩ দিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। মৌসুমী বায়ু ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে দক্ষিণের জেলাগুলিও ভালো বৃষ্টি পেতে পারে।
আগামী ৩ দিন আবহাওয়া দফতর তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণাবর্তটি এগোচ্ছে। এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। হাওয়া দফতরের বক্তব্য, এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ সৃষ্টি হলে প্রবল বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩০: নলিনী দাশ— গণ্ডালুর সৃজনশিল্পী

মহাকাব্যের কথকতা, পর্ব-৭০: পিতার সমালোচক রাম শুধুই মানুষ, তবু তিনি কেন পুরুষোত্তম?

দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবল ঘাটতির মধ্যেই আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৬: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসাসা— নুনিয়া ও সিঙ্গরা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৫: প্রথম ভারতীয় সিভিলিয়ান সত্যেন্দ্রনাথ ভেবেছিলেন পরীক্ষায় পাশই করবেন না

আলিপুর আবহাওয়া দফতর বুধবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবারেও জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-২: যতই দেখি তারে, ততই দহি…

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৩: মহীয়সী গৃহস্থনারী মা সারদা

শুক্রবারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুথড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Skip to content