মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

আলিপুর আবহাওয়া দফতর রবিবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। কলকাতায় আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে দমকা হাওয়াও বইতে পারে। তবে শুধু কলকাতা নয়, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলায় বেশ কয়েক ক’দিন ধরেই বৃষ্টি চলছে। শিলাবৃষ্টিও কোথাও কোথাও হয়েছে। রবিবার সারাদিন কলকাতার আকাশ রোদ ঝলমলে ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরবাসীর গলদঘর্ম অবস্থা হয়েছে। তবে সন্ধের পরে আকাশের ভোল পাল্টেছে।
আরও পড়ুন:

কখনও আদা দিয়ে কফি খেয়েছেন? এই পানীয় খেলে কী হয়

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫৭: কবির লেখা, লেখার গল্প,

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের পরিস্থিতি আগামী সোমবার থেকে ক্রমশ উন্নতি হবে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় বৃষ্টির জন্য কিছুটা তাপমাত্রা কমলেও আগামী ৫ দিনের মধ্যে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি করে বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১১: ফুটবলের ব্ল্যাক প্যান্থার: লেভ ইয়াসিন

ভিতর বাহিরে অন্তরে অন্তরে: পরীক্ষা চলাকালীন ও পরবর্তী সময়ে সন্তানের সঙ্গে অভিভাবকদের আলাপচারিতা ও ভূমিকা

সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে উত্তরঙ্গের জেলাগুলিতেও। রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষণের পূর্বাভাস রয়েছে। সোমবার বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। যদিও উত্তরের অন্য জেলাগুলোয় এখনই বর্ষণের পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের মতো উত্তরের জেলাগুলিতেও ধীরে ধীরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। আগামী ৫ দিনের মধ্যে উত্তরবঙ্গেও ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।

Skip to content