বৃহস্পতিবার ৩ অক্টোবর, ২০২৪


সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মিছিলে বিপাকে পড়তে পারেন মধ্য কলকাতার রাস্তায় থাকা মানুষজন। মোট দুটি মিছিল বেরবে। একটি শিয়ালদহ থেকে ধর্মতলার দিকে যাচ্ছে। অন্যটি মেডিক্যাল কলেজ থেকে যাবে ধর্মতলার উদ্দেশে। শিয়ালদহের থেকে ধর্মতলার দিকে যাওয়া মিছিলটি শিক্ষক নিয়োগের আন্দোলনকারী চাকরি প্রার্থীদের। এই মিছিলে চাকরিপ্রার্থীদের সবক’টি আন্দোলনের আন্দালনকারীরাই যোগ দিতে চলেছেন।
পুলিশের ধারণা, মিছিলে কমবেশি ৭০০ জনের জমায়েত হতে পারেন। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, মৌলালি এবং এসএন ব্যানার্জি রোড হয়ে ওই মিছিল ধর্মতলা পৌঁছবে। মিছিল শুরু হয়েছে দুপুর সাড়ে ১২টার পরে।
আরও পড়ুন:

শীতের আমেজে ভোরবেলা লেপ ছাড়তে ইচ্ছা করে না? জানেন, কোন ব্যায়ামগুলি বিছানায় বসেই করা যায়?

উত্তম কথাচিত্র, পর্ব-১৬: সংসার সুখের হয় ‘চাঁপাডাঙার বৌ’-র গুণে

বিকেল ৪টের সময় শুরু হবে দ্বিতীয় মিছিলটি। এটি মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীদের মিছিল। ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীরা যে আন্দোলন করছেন, এই মিছিলে তাঁরাই হাঁটবেন। মিছিলটি মেডিক্যাল কলেজ থেকে এসে পৌঁছবে ধর্মতলায়।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৪: কবির দরজা সাধারণজনের জন্য সারাক্ষণই খোলা থাকত

নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব-২৫: গিরিশচন্দ্র ঘোষ অভিনীত ও পরিচালিত ‘সীতারাম’ দর্শকদের বেশি আকৃষ্ট করেছিল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মিছিলে কমবেশি ৩০০ জনের কাছাকাছি জমায়েত হতে পারে। যদিও সেই মিছিল কোন রাস্তা ধরবে এগবে তা এখনও পরিষ্কার নয়।
এদিকে, বিকেল ৪টের পর থেকে অফিস ফেরৎ যাত্রী এবং বাস-ট্যাক্সির সংখ্যা বাড়বে। ফলে মিছিলের জেরে বড় যানজটের আশঙ্কা থাকছেই। স্বাভাবিক ভাবেই বিপাকে পড়তে পারেন নিত্যযাত্রীরা।

Skip to content