রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

কলকাতা কিছু ক্ষণের মধ্যেই ভিজতে চলেছে। তবে শুধু বৃষ্টি নয়, সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দফতর বুধবার দুপুর দেড়টা নাগাদ এমনিই পূর্বাভাস জারি করেছে। পাশাপাশি হাওয়া দফতর জানিয়েছে, কলকাতা এবং তার সংলগ্ন দুই জেলা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে চলেছে।
এই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি কালবৈশাখী কি না আবহাওয়া দফতর অবশ্য সে বিষয়ে কিছু পরিষ্কার করে জানায়নি। যদিও হাওয়া দফতরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, বজ্রগর্ভ মেঘের সঙ্গে খুব জোরে ঝোড়ো হাওয়া বইবে। বিভিন্ন একাকায় বৃষ্টি মাঝারি থেকে সামান্য বেশিও হতে পারে। হাওয়া অফিস কলকাতা এবং তার সংলগ্ন দুই জেলা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে দুর্যোগের সময় বাসিন্দাদের ঘরেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:

সোনার বাংলার চিঠি, পর্ব-১৪: পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের গ্রামীণ জনগণ সব দিক থেকেই অনেক এগিয়ে

দহনকালের দুপুরেও সঙ্গম? শরীরের উষষ্ণতাও তো বাড়ন্ত! সুস্থ থাকতে কী করবেন?

হাওয়া দফতর এও জানিয়ে দিয়েছে, কোন কোন এলাকায় বজ্রপাত হচ্ছে সে বিষয়ে জানতে সাধারণ মানুষ ‘দামিনী’ অ্যাপ ডাউনলোড করেও জেনে নিতে পারেন। শহরের আকাশ বুধবার সকাল থেকে মেঘলা ছিল। আগেই আলিপুর আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছিল, আগামী শুক্রবার অবধি রাজ্যে বৃষ্টির জন্য বেশ অনুকূল পরিবেশ থাকবে।

Skip to content