শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

দক্ষিণবঙ্গের ৩ জেলায় আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
এপ্রিল থেকেই তীব্র গ্রমে কাহিল অবস্থা কলকাতা-সহ গোটা রাজ্যের। সকাল থেকেই চড়া রোদ। লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে বৃষ্টির অপেক্ষায় গোটা বঙ্গবাসী। অবশেষে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সন্ধ্যায় স্বস্তির বার্তা দিয়েছে। জানিয়ে দিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

যা-ই খাচ্ছেন, তাতেই পেট জ্বালা করছে? রোজ কোন কোন খাবার পাতে রাখলে সমস্যা কমবে

‘দেরিতে বাড়বে জরিমানার অঙ্কও’! প্যান-আধার সংযুক্তিকরণ নিয়ে কড়া বার্তা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

তবে হাওয়া দফতর এও জানিয়েছে, বৃষ্টি হলে অস্বস্তিবোধ এখনই যাবে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও তাপমাত্রা বাড়বে। কলকাতায় আগামী সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি পশ্চিমের কোনও কোনও জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরের ধীরে ধীরে গরম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।
আরও পড়ুন:

ষাট পেরিয়ে: বয়স হয়েছে তাই ওজন কমে যাচ্ছে—এই ধারণা কি আদৌ ঠিক?/৩

সবার জন্য এপ্রিল মাস ভালো নয়, যদিও সঠিক সময়টা জানালে থাকলে শুভযোগ রয়েছে উচ্চশিক্ষায়

শুক্রবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রা ১ ডিগ্রি বেশি। শনিবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামী দিন পাঁচেকের মধ্যে রাজ্যে তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। ফলে স্বাভাবিক ভাবে এখনই অস্বস্তি কাটার কোনও সম্ভাবনা নেই, বলে জানিয়ে দিয়েছে হাওয়া দফতর।

Skip to content