সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী।

সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা। তবে ভালো খবর হল, কলকাতার আকাশে মেঘের দেখা নিলতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার মহানগরে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা পাশাপাশি বাংলার একাধিক জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।

তবে হাওয়া দফতর এও জানিয়েছে, আগামী দিন পাঁচেক তাপমাত্রার পারদের তেমন পরিবর্তন হবে না। মঙ্গলবার শহরের সর্বোচ্চ পারদ ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
হাওয়া দফতর জানিয়েছে, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার বেশ কয়েকটি জেলায় বর্ষণ হতে পারে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে।
আরও পড়ুন:

সামান্য বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ডের সুদের হারে, মিটল না গত অর্থবর্ষের ঘাটতি

আবার ওপার বাংলার ছবিতে মিঠুন চক্রবর্তী, কথা দিয়েছেন মহাগুরু

মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, মঙ্গল এবং বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে।

Skip to content