সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

রাজ্যে আচমকাই দাম বাড়ল পেট্রল-ডিজ়েলের। রবিবার রাতে সূত্রের খবর, কলকাতায় আইওসি-র পাম্পে পেট্রল লিটারে ১.০১ টাকা বেড়ে হয়েছে ১০৪.৯৫ টাকা। ডিজেল ১ টাকা বেড়ে ৯১.৯৬ টাকা। তবে দেশের বেশির ভাগ জায়গাতেই দাম অপরিবর্তিত। ওয়েস্টবেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেনের দাবি, “রাজ্য সরকার ফের ১ টাকা করে ভ্যাট বসিয়েছে। তাই তেলের দাম বেড়েছে।”
প্রশাসনিক সূত্র খবর, পশ্চিমবঙ্গে তেলের বিক্রয় করে লিটারে এক টাকা ছাড়ের সুবিধা রবিবার শেষ হয়েছে। এটাই দাম বৃদ্ধির কারণ। ফলে রাজ্য সরকার যদি আবার সুবিধার মেয়াদ বাড়ায় তাহলে ফের দাম কমবে। তবে ওই ছাড় আবার কার্যকর হবে কি না, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৪: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— উকড়ি বেগুন, মধুফল ও নিশিন্দা

মহাকাব্যের কথকতা, পর্ব-৬৯: মহাভারতে ছড়িয়ে আছে অসংখ্য আখ্যান-উপাখ্যান, তেমনই একটি সম্বরণ ও তপতীর কাহিনি

কেন এই দামে পরিবর্তন হয়?
দেশে পেট্রোল এবং ডিজেলের দাম বিভিন্ন কারণের উপর নির্ভর করে। মালবাহী চার্জ, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং স্থানীয় করের ওপর এই দাম নির্ভর করে। যদিও রাজ্য থেকে রাজ্যে এই দাম পরিবর্তিত হয়। ২০২২ সালের মে থেকে জ্বালানির হার অপরিবর্তিত রয়েছে, সেই সময় কেন্দ্রীয় সরকার এবং বেশ কয়েকটি রাজ্য জ্বালানি কর কমিয়েছিল । ওএমসিগুলি সারা বিশ্বে অপরিশোধিত তেলের দাম অনুসারে প্রতিদিন সকাল ৬ টায় জ্বালানির খুচরা দাম পরিবর্তন করে। আবগারি কর, বেস প্রাইসিং এবং প্রাইস ক্যাপের মাধ্যমে সরকার জ্বালানির দাম নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫২: দেশহিতৈষী মা সারদা

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৮: জ্ঞানদানন্দিনী দেবী—উনিশ শতকের বলিষ্ঠ লেখক এবং সমাজসংস্কারক

প্রতিদিন সকাল ৬ টায় প্রকাশিত হয় এই হার
মনে রাখবেন, প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দাম পরিবর্তন এবং নতুন দর প্রকাশিত হয়। পেট্রোল এবং ডিজেলের দামে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট এবং অন্যান্য জিনিস যোগ করার পরে, এর দাম মূল দামের প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই কারণেই এত দামে পেট্রোল-ডিজেল কিনতে হচ্ছে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১: টলস্টয় ও সোফিয়া—প্রেম ও বিবাহ/১

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩৫: কী যে করি করি ভেবে মরি মরি

পেট্রোল-ডিজেলের বিভিন্ন শহরের দাম কীভাবে দেখবেন?
আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরাHPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন। জেনে নিন, আজ কলকাতা সহ দেশের চার মহানগরে কত হল জ্বালানির দাম।

Skip to content