![](https://samayupdates.in/wp-content/uploads/2022/09/Tala-Bridge.jpg)
নবনির্মিত টালা ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে মহালয়ার আগের দিনই। আগামী ২৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন টালা ব্রিজের উদ্বোধন করবেন। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রিত গতিতে ২৪ সেপ্টেম্বর রাত থেকেই যান চলাচল শুরু হয়ে যাবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উদ্বোধনের পরে শুধু ছোট গাড়িই চলাচল করবে। পূর্ত দফতর ও কলকাতায় পুলিশ পরীক্ষামূলক ভাবে পুরো বিষয়টির উপর নজর রাখবে দিন সাতেক। তারপর থেকে স্বাভাবিক নিয়মে ট্যাক্সি, বাস, ভারী মালবাহী গাড়ি অর্থাৎ সব ধরনের গাড়ি চলতে শুরু করবে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/09/Sonali-Phogat-1.jpg)
‘মাকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে’, সিবিআই তদন্তের দাবি সোনালির ১৬ বছরের মেয়ে যশোধরার
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/08/Skin-Care-1.jpg)
৪০ ছুঁতে না ছুঁতেই ত্বকে দাগ-ছোপ? কোন পথে মিলবে মুক্তি?
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মহালয়ার দিন সেতু উদ্বোধন হলেও পরীক্ষামূলক ভাবে কয়েকদিন ছোট গাড়ি চালিয়ে দেখা হবে। পঞ্চমী থেকে সর্বসাধারণের জন্য নবনির্মিত টালা ব্রিজ খুলে দেওয়া হবে। পূর্ত দফতর সূত্রে খবর, বিভন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার পর সেতু উদ্বোধনের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। তবে উদ্বোধনের জন্য কিছু সরকারি নিয়ম মানতে হয়। সে কারণে, আগামী ২৪ সেপ্টেম্বর সরকারি ভাবে নবনির্মিত টালা ব্রিজের উদ্বোধন হলেও আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ ভাবে সর্বসাধারণের জন্য দেওয়া হবে।