ছবি: প্রতীকী।
তীব্র গরমে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। এমন সময় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণবঙ্গ কিছু জেলাও।
সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, চলতি সপ্তাহেই উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও এলাকায় বর্ষণ হতে পারে। যদিও উত্তরের অন্য জেলাগুলিতে এখনই বৃষ্টির পূর্বাভাস নেই। অন্য দিকে, আগামী দু’দিন ধরে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে জারি থাকবে তাপপ্রবাহ।
সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, চলতি সপ্তাহেই উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও এলাকায় বর্ষণ হতে পারে। যদিও উত্তরের অন্য জেলাগুলিতে এখনই বৃষ্টির পূর্বাভাস নেই। অন্য দিকে, আগামী দু’দিন ধরে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে জারি থাকবে তাপপ্রবাহ।
তবে, হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জন্য কোনও সুখবর শোনাতে পারেনি। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণের জেলাগুলিতে আগামী ৪ দিন তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। ২১ তারিখ অর্থাৎ শুক্রবারের পর থেকে গরম কিছুটা কমতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
আগামী পাঁচ দিনেও তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা! কোথায় কোথায় পারদ বৃদ্ধি পেতে পারে?
শাকুন্তলম্: প্রেমের পরবশ থেকে মাতৃত্বের উত্তরণ
হাওয়া দফতর এও জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় আগামী কয়েক দিনে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর বৃহস্পতিবার এবং শুক্রবার ভিজতে পারে। এ ছাড়াও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। শনিবার থেকে আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন:
সকালে উঠে এক কাপ চায়ে চুমুক না দিলে সকালটাই শুরু হয় না? এর ফলে শরীরের কী ক্ষতি হচ্ছে
পঞ্চমে মেলোডি, পর্ব-৭: পঞ্চমের কথা মতো ড্রাম ছেড়ে অমরুতের পিঠের উপর স্যাম্পল রিদম বাজাতে শুরু করলেন ফ্রাঙ্কো!
একটানা তীব্র গরমে জেরবার গোটা রাজ্য। তাপমাত্রার পারদ ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রি। এর মাঝে আবহাওয়া দফতরের এই পূর্বাভাস স্বস্তির বার্তা দিচ্ছে। যদিও কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় জোরদার ব্যাটিং করবে গ্রীষ্ম।