রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

তীব্র দহনে কাহিল রাজ্যেবাসী। কয়েক দিন ধরে তাপপ্রবাহের কারণে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এখনও আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হয়নি। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলতে পারে।
পূর্বাভাসে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম— এই পাঁচ জেলায় জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। এই সব জেলায় তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে বলেই এই পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি হওয়ায় এই তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন:

দেশের হয়ে পাঁচটি স্বর্ণপদক! ছেলেকে নিয়ে গর্বিত ‘থ্রি ইডিয়টস’-এর ফারহান

ইলিয়ানার সন্তানের পিতা কি ক্যাটরিনার ভাই-ই? আগেই ফাঁস করেছেন করণ জোহর

আলিপুর হাওয়া অফিস বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। যদিও আবহবিদরা জানিয়েছেন, শুক্রবার থেকে কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে।

আলিপুর হাওয়া দফতর শনিবার কলকাতাতেও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। মহানগরের সর্বোচ্চ পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সকালের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লেই রোদের তেজ চড়বে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও পূর্বাভাসও নেই।
আরও পড়ুন:

হেলদি ডায়েট: দ্রুত রোগা হতে চান? ভরসা রাখুন সুপারফুড ডালিয়াতে

পর্দার আড়ালে, পর্ব-৩০: সত্যজিৎ ও সুচিত্রা জুটির সেই ছবি তৈরি হলে তা মাইলস্টোন হয়ে উঠতে পারতো

বুধবার কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতেও দিনের পারদ থাকবে ৪০ ডিগ্রির কাছাকাছি। যদিও হাওয়া অফিস জানিয়েছে রাজ্যের পশ্চিম এবং মধ্য ভাগের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির বেশি থাকতে পারে।

হাওয়া অফিস উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। যদিও দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টিতে ভিজবে।

Skip to content