রবিবার ৬ অক্টোবর, ২০২৪


বাগবাজারের গিরিশ মঞ্চে নাটক চলাকালীন আগুন। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। জানা গিয়েছে, আগুন খুব বেশি ছড়িয়ে পড়েনি। গিরিশ মঞ্চের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন কলাকুশলী ও দর্শকরা। সূত্রের খবর, কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বজিৎ বসু নাটক দেখতে গিরিশ মঞ্চে উপস্থিত ছিলেন। তাঁদের দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
দমকল সূত্রে খবর, গিরিশ মঞ্চে আচমকা বুধবার সন্ধ্যা ৬.০৫ নাগাদ আগুন লেগে যায়। ওই সময় মঞ্চে সুমন মুখোপাধ্যায়ের নির্দেশনায় একটি নাটক মঞ্চস্থ হচ্ছিল। হঠাৎ আগুনের ঝলকানি এবং ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত দর্শকেরা হুড়মুড়িয়ে রাস্তায় বেরিয়ে আসেন। সেখান থেকে নিরাপদে কলাকুশলীদের সরিয়ে নেওয়া হয়। গিরিশ মঞ্চের কর্মীরা তখনই আগুন নেভাতে শুরু করেন। তৎক্ষণাৎ দমকলে খবর দেওয়া হয়। মঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।
আরও পড়ুন:

‘ওগো তুমি যে আমার…’— আজও তাঁর জায়গা কেউ নিতে পারেনি/২

আপনার হাড় দুর্বল হয়ে গিয়েছে? এই চারটি যোগাসন নিয়মিত করছেন তো?

দমকল সূত্রে খবর, গিরিশ মঞ্চের একটি দরজায় আগুন লেগে গিয়েছিল। এর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তখনই দর্শকদের প্রেক্ষাগৃহে প্রবেশ করতে দেওয়া হয়নি। মঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল ছাড়পত্র তবে মঞ্চের দরজা খলা হবে।

Skip to content