মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যেই উত্তর কলকাতায় নবমীর বিকেলেও ব্যাপক ভিড়। আগের দিনগুলোর মতো নবমীতেও একাধিক রাস্তা বন্ধ রাখা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর থেকেই বাগবাজার, শ্যামবাজার, শোভাবাজারে যানজট শুরু হয়েছে। টালা ব্রিজে সেই পরিচিত ভিড় ও জ্যাম মঙ্গলবারও রয়েছে। প্রায় একই রকম অবস্থা দমদম, হাতিবাগান, শ্যামপুকুর, হেদুয়া, এমজি রোড, বড়বাজার, কলেজ স্কোয়ার, বেলগাছিয়া ও বউবাজার এলাকায়। যদিও মানিকতলায় তুলনায় কিছুটা কম জ্যাম।
আরও পড়ুন:

উত্তরাখণ্ডে ব্যাপক তুষারধসে আটক ২৯ পর্বতারোহী, উদ্ধার আট, ২১ জনের খোঁজে চলছে জরদার তল্লাশি অভিযান

মেয়েরা যৌবন ধরে রাখতে ডায়েটে রাখুন এই পাঁচটি খাবার

শিয়ালদহ, সেন্ট্রাল অ্যাভিনিউ, উল্টোডাঙা ও বাগমারি এলাকায় যানজট আয়ত্তের মধ্যে। যদিও চাঁদনি চক, এসপ্ল্যানেড, কাঁকুড়গাছি এলাকাইয় ততটা জয়াম যানজট নেই, ফাঁকা। নবমীতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ দেখতে ভিড় জমিয়েছেন দর্শকরা। যদিও ভিআইপি রোডে তেমন যানজট নেই। গ্রে স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, বিধান সরণি এবং কলেজ স্ট্রিট এলাকায় কিছু রাস্তা বন্ধ রয়েছে। রবীন্দ্র সরণি, বাগবাজার স্ট্রিট এবং কলুটোলা স্ট্রিট বিকে পাল অ্যাভিনিউ বন্ধ রাখা হয়েছে। বিধাননগর এলাকায় ট্র্যাফিক পরিস্থিতি অনেকটা ভালো। সল্টলেকের এফডি ব্লক-সহ অন্যান্য পুজো দেখতে মানুষ রাস্তায় নামলেও তেমন যানজটের খবর নেই।


Skip to content