মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


ছবি প্রতীকী। ছবি: সংগৃহীত।

হাড়হিম করা ঠান্ডা বোধ হয় একেই বলে। নজিরবিহীন ঠান্ডা বললেও খুব ভুল হবে না। বেশ কিছু জায়গায় হিমাঙ্কের চেয়ে ৪৫ ডিগ্রি নীচে তাপমাত্রা। বড়দিনে ভয়ঙ্কর শীতে কাঁপছে মার্কিন মুলুক। দেশ তুষারঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। বহু জায়গায় বিদ্যুৎহীন। বিপর্যস্ত রাস্তাঘাটও। রাস্তার উপর ৮ থেকে ১০ ফুট পুরু বরফের আস্তরণ।
মার্কিন মুলুকে এই হাড়হিম করা তুষারঝড়কে ‘সাইক্লোন বম্ব’ বলা হয়। এর জন্য দেশের নানা জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের থেকে প্রায় ৪০ থেকে ৪৫ ডিগ্রি নীচে নেমে গিয়েছে! রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ। ফলে দুর্যোগে আটকে পড়াদের উদ্ধার কাজ ঠিক মতো করতে পারছে না বিপর্যয় মোকাবিলা বাহিনী।
আরও পড়ুন:

বড়দিনেও শীত উধাও! আরও ঊর্ধ্বমুখী হবে পারদ, আবার সপ্তাহান্তে ঠান্ডা ফেরার পূর্বাভাস হাওয়া অফিসের

হাড়কাঁপানো ঠান্ডায় ৪ জনের মৃত্যু হয়েছে কলোরাডোতে, নিউ ইয়র্কেই ১২ জন মারা গিয়েছেন। এখনও পর্যন্ত দেশের ৯টি প্রদেশ থেকে মৃত্যুর খবর এসেছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রশাসন দেশের নানা প্রান্তে জরুরি অবস্থা জারি করেছে।

নেলআর্ট পছন্দ? কীভাবে করলে আপনার নখ থাকবে ঠিকঠাক? জেনে নিন একঝলকে

প্রশাসন নাগরিকদের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। খুব প্রয়োজন না থাকলে কেউ বেরোচ্ছেনও না। এই নিয়ে একটানা ৫ দিন বরফের ঝড় চলেছে। অবস্থা এমনই যে, এ বার প্রায় ২ লক্ষ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় বড়দিন কাটিয়েছেন। কবে, কখন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে তা জানা যায়নি। কারণ, দেশের নানা প্রান্তে বহু বিদ্যুতের খুঁটি বরফের আস্তরণে তলায়।

Skip to content