আন্তর্জাতিক যোগ দিবসে গোটা দেশ বাঁধা পড়ল যোগসূত্রে। কর্ণাটকে ১৫ হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। দিলেন শান্তির বার্তাও। আজ প্রধানমন্ত্রী মহীশূর প্রাসাদ প্রাঙ্গণে অষ্টম আন্তর্জাতিক যোগদিবসের উদ্বোধন করেন। তিনি বলেন, সবাইকে যোগ দিবসের শুভেচ্ছা। যোগ বহু মানুষের জীবন বদলে দিয়েছে। এ বছরের থিম—যোগ ফর হিউম্যানিটি। আজ সারা বিশ্বে যোগচর্চা পৌঁছে গিয়েছে। যোগ ভবিষ্যতের দিশারি, জীবনের পথ ও অঙ্গও। তিনি এও বলেন, কেবল যোগাসনই মানবজীবনে শান্তি আনতে পারে। যোগা-ই পারে বিশ্ববাসীর মধ্যে যোগসূত্র গড়তে।
মহীশূরে মোদি আন্তর্জাতিক যোগ দিবসে ১৫ হাজার জনকে নেতৃত্ব দেন। তিনি নিজেও একাধিক যোগাসন করেন। আজ দেশের ৭৫টি ঐতিহাসিক স্থানে যোগ দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবকে সমর্থন করেছিল বিশ্বের ১৭৭টি দেশ। সেই প্রস্তাবকে স্বীকৃতিও দিলেছিল রাষ্ট্রপুঞ্জ। তারপর ২০১৫ সাল থেকে আজকের দিন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়।
মহীশূরে মোদি আন্তর্জাতিক যোগ দিবসে ১৫ হাজার জনকে নেতৃত্ব দেন। তিনি নিজেও একাধিক যোগাসন করেন। আজ দেশের ৭৫টি ঐতিহাসিক স্থানে যোগ দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবকে সমর্থন করেছিল বিশ্বের ১৭৭টি দেশ। সেই প্রস্তাবকে স্বীকৃতিও দিলেছিল রাষ্ট্রপুঞ্জ। তারপর ২০১৫ সাল থেকে আজকের দিন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়।
Karnataka | Prime Minister Narendra Modi arrives at Mysuru Palace Ground where he will perform Yoga, along with others, on #InternationalDayOfYoga
Union Minister Sarbananda Sonowal, CM Basavaraj Bommai and others are also present here. pic.twitter.com/cfj84smyB6
— ANI (@ANI) June 21, 2022