শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

অবশেষে তামাকের বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ালেন অভিনেতা অক্ষয়কুমার। কুপিত জনতার কাছে প্রকাশ্য নেটমাধ্যমে ক্ষমা চেয়ে তিনি কবুল করেছেন, আর ওই বিজ্ঞাপনের মুখ হিসাবে তিনি থাকবেন না। তাঁর ভক্তদের ভাবাবেগে আঘাত করার জন্যও তিনি দুঃখপ্রকাশ করেছেন। স্পষ্টতই বলেছেন, ‘গত কয়েক দিন ধরেই আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। যদিও আমি সরাসরি তামাককে সমর্থন করিনি এবং করব না। আমি এই সংস্থার এলাচের বিজ্ঞাপন করেছি। তবে আমি আপনাদের অনুভূতিকে সম্মান করি। তাই এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
পাশাপাশি অভিনেতা এও জানিয়েছেন, যে ওই বিজ্ঞাপন সংস্থার কাছ থেকে পারিশ্রমিক হিসাবে নেওয়া সমস্ত অর্থই তিনি জনকল্যাণমূলক কোনও কাজে দান করবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক বছর ধরে একটি বিশেষ সংস্থার তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের মুখ হিসাবে কাজ করছিলেন অভিনেতা অজয় দেবগন। পরে তাঁর সঙ্গে যোগ দেন শাহরুক খানও। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন এই পণ্যের বিজ্ঞাপনের মুখ হিসাবে উঠে আসেন অক্ষয়কুমার। তাঁর ভক্তদের একাংশের মতে, স্বাস্থ্যসচেতন হয়েও, স্বাস্থ্য নিয়ে এত কথা বলেও অক্ষয় কী করে জনমাধ্যমে একটি তামাকজাত পণ্যের প্রচার করতে পারেন? তাহলে কি টাকাই সব? কেউ কেউ তো নেটমাধ্যমে সরাসরি ‘ভণ্ড’ বলে দেগে দিয়েছেন অভিনেতাকে। জনতার ভাবাবেগকে আঘাত করতে চান না বলেই সম্ভবত প্রকাশ্য নেটমাধ্যমে ঘোষণা করে এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই বলি-তারকা।

Skip to content