কোলাজেন
● আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের নিজস্ব প্রোটিন, অর্থাৎ কোলাজেন উৎপাদনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। এর ফলে বলিরেখা পড়া, ত্বক ঝুলে যাওয়া, উজ্জ্বলতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। চিকিৎসকেরা বলছেন, আজকাল অল্পবয়সিদের মধ্যেও এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যার মূলে রয়েছে, অস্বাস্থ্যকর খাবার, অনিয়ন্ত্রিত জীবনযাপন, দূষণের। অনেকে হয়তো জানেন না, রক্তে ভিটামিন ই-র অভাব থাকলে কোলাজেন তৈরি ব্যাহত হয়। তাই ত্বকে এ ধরনের উপসর্গ দেখা দিলে এই ভিটামিনের মাত্রা পরীক্ষা করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।