
ছবি: প্রতীকী।
শীতকাল চলে গিয়ে প্রায় বসন্তের স্পর্শ লাগতে শুরু করেছে প্রকৃতিতে। আবহাওয়ার এই পরিবর্তন আমাদের মনের সঙ্গে সঙ্গে শরীরেও নানান রকম পরিবর্তন আনে। ফলস্বরূপ এই সময় চুল আঁচড়ালেই অনেকের গোছা গোছা উঠে আসছে। মাথায় নানান রকম সংক্রমণ বা খুশকি দেখা দিচ্ছে। নানা রকম হেয়ার-প্যাক মেখেই কোনও পরিবর্তন হচ্ছে না।
এই সমস্যা থেকে মুক্তি পেতে রোজের শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন রোজ়মেরি অয়েল। অথবা রোজমেরি ব্যবহার করুন বিশেষ কিছু পদ্ধতি অনুসরণ করে। এর ফলে অনায়াসেই চুল পড়া বন্ধ হবে। কেবল চুল পড়া বন্ধই নয়, অকালপক্কতার সমস্যা থেকেও মুক্তি পাবেন। আমাদের সকলেরই জানা যে, রোজমেরি অ্যান্টিসেপ্টিক, অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানে ভরপুর।
আরও পড়ুন:

গল্পবৃক্ষ, পর্ব-১৮: কুক্কুরজাতক — কে দোষী?

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯o: ছাতারে
এটির নিয়মিত ব্যবহারে মাথার ত্বকে যে কোনও ধরনের সংক্রমণ মুক্ত হতে পারে। এর পাশাপাশি এটি চুলের গোড়ায় পুষ্টিও জোকাতেও খুব সাহায্য করে। এই ভেষজের মধ্যে রয়েছে ‘কারনোসিক অ্যাসিড’ যা মাথার ত্বকের স্নায়ুগুলিকে উদ্দীপিত করে, যা নতুন চুল গজায়। আপনি প্রতিদিন যে শ্যাম্পু ব্যবহার করেন, তার সঙ্গে কয়েক ফোঁটা রোজমেরি মিশিয়ে নিন। এ বার শ্যাম্পু চুলে মেখে ১০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৭: উত্তরণ-অবতরণ শেষে স্বপ্নের ‘সূর্যতোরণ’

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১২: দারুণ এক গগনবিহারী খেলনা বানিয়েছিলেন গগনেন্দ্রনাথ
তাছাড়া নারকেল তেল বা অলিভ তেলের সঙ্গে রোজ়মেরি মিশিয়ে নিতে পারেন। এই তেল ভালো করে মাথায় মালিশ করে নিন। তারপর ১ থেকে ২ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর পরিষ্কার জলে শ্যাম্পু করে নিন। এছাড়া যে কোনও তেলের মধ্যে ৪ থেকে ৫ ফোঁটা রোজ়মেরি অয়েল মিশিয়ে মাথার তালুতে মালিশ করা যেতে পারে।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৬: আকাশ এখনও মেঘলা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০৫: সরজমিনে
তবে এখনকার দিনে অনেকেই চুলে তেল মাখতে পছন্দ করেন না। সে ক্ষেত্রে এই গাছের পাতা জলে ফুটিয়েও মাথার ত্বকে সরাসরি মেখে নিতে পারেন। কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ অনেকেরই এই নির্যাস থেকে ত্বকে অ্যালার্জি বা অস্বস্তি হতে পারে। তাই রোজমেরী অয়েল ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।