মাজনকে আর কী কী কাজে লাগানো যায়?
জুতোর পরিচর্যা
● সাদা জুতোর রবার দেওয়া অংশ অতিরিক্ত ব্যবহারের ফলে একটা সময় নষ্ট হয়ে যায়। ওই রবারে খানিকটা দাঁতের মাজন ভালো করে ঘষে দিন। এর পরে ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিন। দেখবেন নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে।
বেসিনের নোংরা দাগ
● নিত্যদিনের ব্যবহার্য মাজনকে বেসিন পরিষ্কারের কাজেও লাগাতে পারেন। বেসিনে একটুখানি মাজন ছড়িয়ে স্ক্রাবার দিয়ে ভালো করে কিছু ক্ষণ ঘষুন। বেসিনের নোংরা দাগ মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে।