সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

রোজ দিন যে জিনিসটি দিয়ে দাঁত মাজেন, তার কত গুণ জানা আছে? সব মাজনের না, শুধু সাদা টুথ পেস্টের কথা বলা হচ্ছে। অনেকই হয়তো জানেন না, ঘরের অনেক কিছুই দাঁতের মাজন দিয়ে সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। আবার একে ত্বক ভালো রাখতেও মাজনকে ব্যবহার করতে পারেন। চমকে উঠলেন তো?
 

মাজনকে আর কী কী কাজে লাগানো যায়?

 

জুতোর পরিচর্যা

সাদা জুতোর রবার দেওয়া অংশ অতিরিক্ত ব্যবহারের ফলে একটা সময় নষ্ট হয়ে যায়। ওই রবারে খানিকটা দাঁতের মাজন ভালো করে ঘষে দিন। এর পরে ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিন। দেখবেন নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে।
 

বেসিনের নোংরা দাগ

নিত্যদিনের ব্যবহার্য মাজনকে বেসিন পরিষ্কারের কাজেও লাগাতে পারেন। বেসিনে একটুখানি মাজন ছড়িয়ে স্ক্রাবার দিয়ে ভালো করে কিছু ক্ষণ ঘষুন। বেসিনের নোংরা দাগ মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৯: ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—ওড়া, কেওড়া, চাক কেওড়া ও কৃপাল

 

পিয়ানো পরিষ্কার

অনেকের বাড়িতে পিয়ানো থেকে। দীর্ঘ দিন ব্যবহারের পর পিয়ানো সাদা রিডগুলি কালচে পড়তে শুরু করে। এক্ষেত্রে একটা পাতলা কাপড়ে নিতে তাতে দাঁতের মাজন দিয়ে রিডগুলিতে ঘষে দিন। রিডগুলিতে ঘষার কাজ শেষ হলে হাল্কা ভেজা কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন রিড কেমন নতুনের মতো দেখতে লাগছে।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৩: তরু দত্ত— এক আনন্দ বিষাদের তরুলতা

 

পেঁয়াজ-রসুনের গন্ধ

রান্না তো শেষ। কিন্তু হাত থেকে কিছুতেই পেঁয়াজ-রসুনের গন্ধ যাচ্ছে না? চিন্তা নেই হাতে একটু দাঁতের মাজন আর লেবুর রস মাখিয়ে নিন। মিনিট খানেক রেখে ধুয়ে ফেলুন। ব্যাস, উধাও পেঁয়াজ-রসুনের গন্ধ!

আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৬: শ্রীমায়ের দুই ভ্রাতৃবধূর কথা

মহাকাব্যের কথকতা, পর্ব-৬৩: মহাভারতে উল্লিখিত মিথ্যাশ্রয়ের প্রাসঙ্গিকতা কী আজও আছে?

 

ত্বকে বলিরেখা

নির্দিষ্ট বয়সের পর সবারই কমবেশি ত্বকে বলিরেখা পড়তে থাকে। কতই না রূপটান করতে হয় ওই বলিরেখা দূর করতে! কিন্তু কখনও মাজন ব্যবহার করে দেখেছেন কি? মাজন জল মিশিয়ে মুখে লাগান। তার পরে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। বলিরেখা এড়াতে সপ্তাহে অন্তত তিন দিন এভাবে ব্যবহার করতে হবে।


Skip to content