রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

অনেকেই ইচ্ছে করলেও মনপসন্দ পোশাক পরতে না। কারণ খুশকি পোশাকের উপর ঝরে পড়ে পুরো সাজটাই মাটি করে দেয়। আসলে খুশকি হল ত্বকেরই একধরনের সমস্যা। প্রায় সারা বছরই খুশকির সমস্যায় নাজেহাল হতে হয়। অনেকে হয় তো জানেন না, ঘামে ভেজা মাথা ভালো ভাবে পরিষ্কার না করলে, এতে ধুলো-ময়লা জমে যায়। এর থেকেও খুশকির সমস্যা হতে পারে। মুশকিল হল, এই সমস্যায় নামীদামি শ্যাম্পু ব্যবহার করেও সহজে এর থেকে নিস্তার পাওয়া যায় না।
খুশকিকে অবহেলা করা ঠিক নয়। কারণ, খুশকি চুলের গোড়া আলগা করে দেয়। ফলে স্বাভাবিক ভাবেই চুল পড়ার সমস্যা বাড়তে থাকে। এই খুশকিই কিন্তু অকালে চুল ঝরে যাওয়ার অন্যতম একটি কারণ হতে পারে। তবে কিছু সহজ উপায় আছে, যা মেনে চললে সারা বছরই আপনি খুশকির সমস্যা থেকে রাহাই পেতে পারেন।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩৯: ইন্দুমতী ও সুরবালা

মুভি রিভিউ: গড়পড়তা থ্রিলারের ভিড়ে মেরি ক্রিসমাস-এর কাহিনি স্বতন্ত্র

 

লেবু, পাকা কলা ও মধু

খুশকির সমস্যায় একটি বিশেষ ধরনের প্যাক বানিয়ে নিতে পারেন। লেবু, পাকা কলা ও মধুর মিশিয়ে সেই প্যাক বানিয়েও মাথায় ব্যবহার করলে খুশকির সমস্যায় ভালো কাজে দেবে। অনেকে কলা খুব পেকে গেলে না খেয়ে ফেলে দেন। এ ক্ষেত্রে তা ফেলে না দিয়ে প্যাক বানিয়ে কাজে লাগান।

আরও পড়ুন:

পাকা বেদানা চেনতে জহুরি হওয়ার দরকার নেই, এই সব টিপস জানলেই হল

এই ৫ অভ্যাস অল্প বয়স থেকে করতে পারলে দূরে থাকবে রোগ

 

দই, লেবুর রস, মেথি

এই প্যাকও ভালো কাজ দেয়। দই এবং লেবুর রসের সঙ্গে মেথির গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এর পরে সেই পেস্ট বা মিশ্রণটি মাথায় মেখে নিন। আধ ঘণ্টা ওই ভাবে থাকুন। তার পর শ্যাম্পু করে মাথা পরিষ্কার করে নিন।

আরও পড়ুন:

জল ঠিক মতো খাওয়া হচ্ছে না? শরীর কিন্তু নিজেই জানিয়ে দেবে, কোন ৫ উপসর্গে একদমই অবহেলা নয়?

ডিম খেতে ভালোবাসেন? তাহলে এই সব উপায়ে রান্না করুন, মিলবে সবটুকু পুষ্টিগুণ!

 

দই, লেবুর রস ও মধু

খুশকির সমস্যা দইয়ের প্যাকও দারুণ কাজ করে। এক্ষেত্রে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন লেবুর রস ও মধু। এ বার এই প্যাক স্নানের আগে প্যাকটি মাথায় মেখে নিন। আধ ঘণ্টা ওই ভাবে রাখুন। তার পর মাথায় শ্যাম্পু করে ভলো করে ধুয়ে নিন। এই প্যাক সপ্তাহে দুই থেকে তিন বার মাথায় লাগালে উপকার মিলবে।


Skip to content