অনেকেই ইচ্ছে করলেও মনপসন্দ পোশাক পরতে না। কারণ খুশকি পোশাকের উপর ঝরে পড়ে পুরো সাজটাই মাটি করে দেয়। আসলে খুশকি হল ত্বকেরই একধরনের সমস্যা। প্রায় সারা বছরই খুশকির সমস্যায় নাজেহাল হতে হয়। অনেকে হয় তো জানেন না, ঘামে ভেজা মাথা ভালো ভাবে পরিষ্কার না করলে, এতে ধুলো-ময়লা জমে যায়। এর থেকেও খুশকির সমস্যা হতে পারে। মুশকিল হল, এই সমস্যায় নামীদামি শ্যাম্পু ব্যবহার করেও সহজে এর থেকে নিস্তার পাওয়া যায় না।
খুশকিকে অবহেলা করা ঠিক নয়। কারণ, খুশকি চুলের গোড়া আলগা করে দেয়। ফলে স্বাভাবিক ভাবেই চুল পড়ার সমস্যা বাড়তে থাকে। এই খুশকিই কিন্তু অকালে চুল ঝরে যাওয়ার অন্যতম একটি কারণ হতে পারে। তবে কিছু সহজ উপায় আছে, যা মেনে চললে সারা বছরই আপনি খুশকির সমস্যা থেকে রাহাই পেতে পারেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন: