রবিবার ২৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। ছবি: সংগৃহীত।

চুল নিয়ে জেরবার নন, এমন মানুষের সংখ্যা কম নয়। চুলে চিরুনি দিলেই মুঠো মুঠো চুল উঠে আসছে। কী ভাবে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, সেই ভাবনা ভাবতে গিয়েই আরও চুল ঝরে পড়ছে। কন্ডিশনার, শ্যাম্পু ও ঘরোয়া টোটকা ব্যবহার করেও কোনও লাভ হচ্ছে না। তা হলে এখন উপায় কী? এক্ষেত্রে একমাত্র মুশকিল আসান হতে পারে চাল ধোয়া জল।
কীভাবে চাল ধোয়া জল বানাবেন?
অল্প পরিমাণ চাল নিন। তার পরে সেই চাল ধুয়ে পরিষ্কার করে নিন। সেই ধোয়া চালের মধ্যে আরও কিছুটা জল দিয়ে নিন। এই অবস্থায় ১০থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন। এ পর হাত দিয়ে ভালো করে চাল চটকে নিন। দেখবেন সেই জলটা আরও অনেকটা ঘোলা হয়ে যাবে। এ বার একটি পরিষ্কার পাত্রে জলটা ছেঁকে নিন। এবার চাল ধোয়া জল তৈরি।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৭৩: দুই মহর্ষির দ্বন্দ্বে কি ‘ইতি ও নেতি’র বিরোধেরই প্রতিফলন?

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৪: যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না?

চাল ধোয়া জল কী ভাবে চুলে ব্যবহার করবেন?
প্রথমে ভালো করে চুল ধুয়ে নিন। এর পর শ্যাম্পু এবং কন্ডিশনার মেখে নিন। সব শেষে চুল ধুতে ব্যবহার করুন এই রাইস ওয়াটার। পাশাপাশি এক কাপ রাইস ওয়াটারের সঙ্গে এক কাপ জল মিশিয়ে নিন। এতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন। ল্যাভেন্ডার অয়েল মেশান এই জল চুলে ঢেলে ধীরে ধীরে গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে মাসাজ করুন। এর পর মিনিট পাঁচেক রেখে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। দেখবেন চুল কেমন চকচকে হয়ে উঠবে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৬: নান্দনিক শিক্ষায় উৎসাহী ছিলেন শ্রীমা

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫২: হিতকারী মূর্খ বন্ধুর থেকে একজন পণ্ডিত শত্রু থাকা ভালো

কেউ কেউ আবার চুলে কন্ডিশনার ব্যবহার করতে পছন্দ করেন না। তাই শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবে মাথায় ব্যবহার করে দেখতে পারেন এই চাল ধোয়া জল। চাল ধোয়া জলে চুল হয়ে উঠবে মসৃণ। আবার চুলে কোনও জটও থাকবে না।

Skip to content