যোগনিদ্রা করবেন কেন?
● অবসাদ কাটাতে, রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে, স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে যোগনিদ্রা। ঘুমের সময় পঞ্চ ইন্দ্রিয় নিজেদের গুটিয়ে নেয়। ব্রেনে কোনও ইনপুট দেয় না। সেই কারণে ঘুমের সময় আমরা চোখে কিছু দেখতে পাই না, নাকে গন্ধ পাই না, কানে কিছু শুনতেও পাই না। এই যোগনিদ্রা করার সময়ও ব্রেনে থিটাওয়েব চলে। যা একমাত্র গভীর ঘুমের সময়ই সম্ভব। তবে মনে রাখতে হবে, যোগনিদ্রা কিন্তু ঘুমিয়ে পড়া নয়। শরীর-মন সুস্থ ও সতেজ রাখতে ঘুমের থেকেও বেশি কার্যকরী হয় যোগনিদ্রা। তাই যোগাসনের পর সুদর্শন ক্রিয়া ও যোগনিদ্রা করলে শরীর ও মন দুইই ভালো থাকে।