রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


সামনেই পয়লা বৈশাখ। আর তার আগেই রান্নাঘরে তারার হাট। এতদিন যাদের টিভির ওপারে শুধু অভিনয় করতে দেখেছেন আজ জি বাংলা রান্নাঘরে শুনবেন তাদের হাঁড়ির খবর আর দেখবেন হাঁড়ির খাবার। আজ রান্নাঘরে আসছেন অভিনেত্রী শ্রুতি দাস ও তাঁর মা স্বরূপা দাস। সুস্বাদু রান্নার পাশাপাশি তাঁদের রোজকার জীবনের নানা মজাদার গল্প শোনাবে এই মা-মেয়ের জুটি। এদিন চিংড়ি মাছ দিয়ে বিশেষ একটি পদ রাঁধবেন শ্রুতি এবং তাঁর মা। ‘রান্নাঘরে’-এর এই পর্বে গোলাপি পাড় দেওয়া নীল রঙের শাড়িতে দেখা যাবে এই শো-এর সঞ্চালিকা সুদীপা মুখোপাধ্যায়কে। সবমিলিয়ে জমজমাট ও মুখরোচক হতে চলেছে এই পর্বটি। রান্নার বাহারে প্রতিদিন এমনই কিছু পর্ব নিয়ে আসে জি বাংলার জনপ্রিয় শো ‘রান্নাঘর’। আর আজ বিকেল সাড়ে চারটেয় জি বাংলায় পর্দায় আসছেন অভিনেত্রী শ্রুতি। বর্তমানে কোনও ধারাবাহিকেই অভিনয় করতে দেখা যাচ্ছে না শ্রুতিকে। তবে, তিনি যে ভালো চরিত্রের অপেক্ষায় আছেন, তা জানালেন অভিনেত্রী স্বয়ং।

ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

Skip to content