ডিম্পল ও রাজেশ।
ভিম্পল কপাডিয়া রাজেশ খন্নাকে বিয়ে করেন মাত্র ষোলো বছর। হিন্দি ছবির প্রথম সুপারস্টার রাজেশ তখন খ্যাতির মধ্যগগনে। এদিকে ‘বব’-র নায়িকা ডিম্পল ঘোষণা করে দিয়েছেন, তিনি বিয়ের পর অভিনয় জগতকে বিদায় জানাবেন। রাজেশ-ডিম্পলের বিয়ে হয় ১৯৭৩ সালে। বিয়ের মাসখানেমের মধ্যে ডিম্পল অভিনীত ছবি ‘ববি’ মুক্তি পায়। ‘ববি’ বিপুল সুপার হিট হয়েছিল। একধিক বার ডিম্পল জানিয়ে ছিলেন রাজেশের সঙ্গে তাঁর এ বিয়ে টিকবেই না।
রাজেশ-ডিম্পল ভালোবেসে বিয়ে করেন। যদিও ভালোবাসার সম্পর্কে জড়ানোর কিছু দিনের মধ্যেই তাঁরা বিয়ে সেরে ফেলেন। ডিম্পল জানান, “রাজেশকে সাত দিনেই খুব চিনেছিলাম। আমরা আমদাবাদে একটা শো করতে গিয়েছিলাম। চাটার্ড বিমানে আমি ও রাজেশ পাশে বসেছিল। কিন্তু একটিও কথা বলেনি। বিমান অবতরণের সময়ে রাজেশ হঠাৎ ঘুরে আমার চোখের দিকে তাকিয়ে বলল, ও চায় যে আমি ওকে বিয়ে করি।”
আরও পড়ুন:
এই দেশ এই মাটি, অসমের আলো অন্ধকার, পর্ব-২২: গুয়াহাটির সে কাল-এ কাল
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫০: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—গরিয়া, গোলপাতা ও হেতাল
ডিম্পলের কথায়, রাজেশকে বিয়ের দিন থেকেই সব সুখ-শান্তি উধাও হয়ে যায়।। মহাতারকা নাকি ডিম্পলকে অভিনয় জগতকে বিদায় জানাতে বাধ্য করেছিলেন। ডিম্পল জানান, “তখন আমার বয়স কম। ‘ববি’ সুপার হিট হয়েছিল। আমার কেরিয়ারে সেটা যে কত গুরুত্বপূর্ণ ছিল, তখন তা আমি বুঝতে পারিনি। রাজেশের বাংলো ‘আশীর্বাদ’- এ পা রেখেই মনে হয়েছিল, এই বিয়েটা কিছুতেই টিকবে না।” ডিম্পলের পরিষ্কার বক্তব্য, “আমাদের বিয়েটা ছিল একটা প্রহসন মাত্র।”
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯০: সাহেবের বেশ না-পরে ফিরেছিলেন সাহেবের দেশ থেকে
রাজেশ-ডিম্পল আলাদা হয়ে যান ১৯৮২ সালে। ডিম্পল ফিরে আসেন তাঁর মা-বাবার কাছে। যদিও দুই তারকার আইনত বিবাহবিচ্ছেদ হয়নি। ২০১২ সালে প্রয়াত হিন্দি ছবির প্রথম সুপারস্টার হন পর্দার আনন্দ। এক সাংবাদিক রাজেশকে ডিম্পলের সঙ্গে মিটমাট করার কথা বলে প্রশ্ন করেন। উত্তরে সুপারস্টার বলেন, ‘‘আবার কথাবার্তার কী আছে? আগে আমরা আলাদা ছিলাম? তবে এটা ঠিক আমরা আলাদা আলাদা থাকি। কারণ এখনও ডিম্পল আমাকে ডিভোর্স দেয়নি।’’ প্রয়াত মহাতারকার আরও সংযোজন, ‘‘ডিম্পল তো আমাকে ডিভোর্স দিতেই চায় না। এ কারণ একমাত্র ওই জানে।’’ পর্দার আনন্দ এও বলেন, ‘‘আমি এইটুকুই বলতে পারি, ও আমাকে ডিভোর্স দেয়নি। এটা ওর ইচ্ছার ব্যাপার। আসল বিষয় তো মনের।’’
আরও পড়ুন:
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪৪: দুষ্টরা সুযোগ পেলেই যোগ্য ব্যক্তিকে সরিয়ে অধিকার কায়েম করে
মহাকাব্যের কথকতা, পর্ব-৬৪: প্রজাদের আনন্দ, স্বস্তি, আশ্রয় রাম—তাঁর কাছে প্রজাদের আনুগত্যের স্থান কোথায়?
রাজেশ এবং ডিম্পলের দুই মেয়ে। টুইঙ্কল খন্না ও রিঙ্কি খন্না। রাজেশের সঙ্গে বিচ্ছেদের পর ডিম্পলের সঙ্গে সানি দেওলের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও এই সম্পর্ক নিয়ে ডিম্পল এবং সানি কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। চলতি বছরে ‘পাঠান’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে ডিম্পলকে দেখা গিয়েছে। তাঁর অভিনয়ও দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি, তাঁকে ‘সাস বহু অউর ফ্ল্যামিংগো’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছে।