শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মহানায়ক উত্তমকুমার প্রতিষ্ঠিত ‘শিল্পী সংসদ’ এর বর্তমান সভানেত্রী হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গত ১৮ জুন মঙ্গলবার ঋতুপর্ণার লেক গার্ডেন্সের বাড়িতে শিল্পী সংসদের এক সভা বসে। যাতে পৌরোহিত্য করেছিলেন নায়িকা স্বয়ং। সম্পাদক সাধন বাগচী উপস্থিত ছিলেন সেখানে।
আলোচনায় যে সব বিষয়গুলি উঠে এসেছে, তার মধ্যে ছিল আসছে ২৪ জুলাই মহানায়কের মৃত্যু উপলক্ষে কর্মকাণ্ডের বিষয়টি। ওই সময় থেকে ১৫ দিন ধরে নিয়মিত নন্দন ১, ২, ৩ প্রেক্ষাগৃহগুলিতে উত্তমকুমার অভিনীত বিভিন্ন ছবি প্রদর্শিত হবে। আগামী ৩ সেপ্টেম্বর উত্তমকুমারের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান করা হবে তাও আলোচিত হয়েছে।
আরও পড়ুন:

আখের রস না ডাবের জল, কোন পানীয়তে পাওয়া যাবে বেশি পুষ্টি

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৩: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—খলসি ও করঞ্জা

এছাড়া দুঃস্থ শিল্পীদের সাহায্যের ব্যাপারটিও আলোচিত হয়েছে। এই আলোচনায় উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা ড. শঙ্কর ঘোষ, সুরকার অশোক ভদ্র, সুরকার দীপঙ্কর চট্টোপাধ্যায়, রঞ্জন বাগচী, অমর সেন, সতীনাথ মুখোপাধ্যায় প্রমুখ।

Skip to content