এই ডিসেম্বরে বাঙালি আবার ফেলুদার সঙ্গে পৌঁছে যাবে জগন্নাথধাম পুরীতে। যাত্রার দায়িত্বে থাকবেন পরিচালক সন্দীপ রায় নিজে। কী ভাবছেন তো এমনটা কী করে সম্ভব? এমনটাই সম্ভব, কারণ খুব সম্ভবত এই ডিসেম্বরেই আসতে চলেছে সন্দীপ রায় পরিচালিত ফেলুদা ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘হত্যাপুরী’। সত্যজিৎ রায় ফেলু মিত্তিরের এই রহস্য-রোমাঞ্চের মূল পটভূমিকা হিসাবে বেছে নিয়েছিলেম পুরীকে। সুতরাং মে মাসের শেষেই পরিচালক এবং তাঁর টিম পুরীতে পৌঁছে যাবেন শ্যুটিং করতে। আগামী বড়দিনেই যে পরিচালক ফেলুদাকে উপহার দিতে চান দর্শকদের! ইতিমধ্যেই সন্দীপ রায় পুরীতে লোকেশান দেখার কাজটি সেরে ফেলেছেন। এবার অপেক্ষা শ্যুটিং শুরুর। হত্যাপুরী-কে বড় পর্দায় আনার ইচ্ছে সন্দীপ রায়ের বহুদিনের। অবশেষে তাঁর সেই স্বপ্ন দিনের আলো দেখতে চলেছে। পুরীতে প্রদোষচন্দ্র মিত্র মিত্তির ও তাঁর দুই সহকারি তোপসে ও জটায়ু ওরফে লালমোহনবাবু ছুটি কাটাতে গিয়ে জড়িয়ে পড়েন একটি হত্যারহস্যের সঙ্গে। এই রহস্যই ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠে জন্ম দেয় আরও একটি রহস্য-রোমাঞ্চ উপন্যাসের। শিশুপত্রিকা ‘সন্দেশ’-এ প্রথম প্রকাশিত সত্যজিৎ রায়ের এই উপন্যাসই এবার হতে চলেছে সন্দীপ রায়ের নতুন ছবির পটভূমিকা।
তবে চমক কিন্তু এখানেই শেষ নয়। ‘হত্যাপুরীর’র পাশাপাশি পর্দায় এন্ট্রি চলেছেন নতুন ফেলুদাও। ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত সন্দীপ পরিচালিত সাতটি ‘ফেলুদা’ ছবিতে ফেলু মিত্তিরের চরিত্রে দেখা গিয়েছে যথাক্রমে সব্যসাচী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়কে। এবার কি তবে এই ভূমিকায় আসতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য, নাকি টোটা রায়চৌধুরি? এই লাখ টাকার প্রশ্নের জবাব মিলবে আর ক’দিন পরেই। প্রযোজনা সংস্থা এসভিএফ ও পরিচালক সন্দীপ রায় একযোগে ঘোষণা করবেন নতুন ফেলুদার নাম।
তবে চমক কিন্তু এখানেই শেষ নয়। ‘হত্যাপুরীর’র পাশাপাশি পর্দায় এন্ট্রি চলেছেন নতুন ফেলুদাও। ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত সন্দীপ পরিচালিত সাতটি ‘ফেলুদা’ ছবিতে ফেলু মিত্তিরের চরিত্রে দেখা গিয়েছে যথাক্রমে সব্যসাচী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়কে। এবার কি তবে এই ভূমিকায় আসতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য, নাকি টোটা রায়চৌধুরি? এই লাখ টাকার প্রশ্নের জবাব মিলবে আর ক’দিন পরেই। প্রযোজনা সংস্থা এসভিএফ ও পরিচালক সন্দীপ রায় একযোগে ঘোষণা করবেন নতুন ফেলুদার নাম।