সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


অধ্যাপক অভিনেতা ড. শঙ্কর ঘোষ।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তনীর সদস্যরা মাসের প্রথম মঙ্গলবার মিলিত হন আশুতোষ ভবনের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামাঙ্কিত ৯ নম্বর কক্ষে, দুপুর ২:৩০ মিনিটে। গত মঙ্গলবার তাঁরা মিলিত হয়ে স্মরণ করলেন সদ্যপ্রয়াত সদস্য সাহিত্যিক সমরেশ মজুমদারকে। সেই সঙ্গে প্রাক্তনীর প্রাক্তন সম্পাদক শিশির মজুমদারকে স্মরণ করা হয়। প্রাক্তনী সভাপতি ড. পিনাকেশ সরকার বিস্তারিতভাবে এই দুজনের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৩৩: ‘অপরাজিত’র সম্পাদনার সময় সত্যজিতের মনে হয়েছিল মিলি চরিত্রটির প্রয়োজন নেই, অগত্যা বাদ পড়লেন তন্দ্রা

লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন, পর্ব-১: কেবলই দৃশ্যের জন্ম হয়…

এছাড়া বক্তব্য রাখলেন ড. নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, শিলা দত্ত, শর্মিষ্ঠা সিংহ, বীরেন চট্টোপাধ্যায় প্রমুখ। গানে গানে ভরিয়ে দিলেন দীপান্বিতা সেন, অপর্ণা বিশ্বাস, শিপ্রা মজুমদার। দক্ষতার সঙ্গে অনুষ্ঠানের সঞ্চালনা করলেন প্রাক্তনীর বর্তমান সম্পাদক অধ্যাপক অভিনেতা ড. শঙ্কর ঘোষ।

Skip to content