রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


টেরেন্স লুইস ও অভিনন্দন সরকার

সম্প্রতি মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও ‘স্যায়েদায়ি’। এই মিউজিক ভিডিওটিতে গান গেয়েছেন টেরেন্স লুইস। মঙ্গলবার কলকাতায় এই গানেরই প্রোমোশনে এসেছিলেন টেরেন্স। এদিন কলকাতায় সেই প্রোমোশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলি-অভিনেতা অভিনন্দন সরকারও। বলি-কোরিওগ্রাফার টেরেন্স লুইস এবং অভিনেতা অভিনন্দন সরকারের বন্ধুত্বের সম্পর্ক এদিন কারওর নজর এড়ায়নি।

টেরেন্স

ভারতে কন্টেম্পোরারি ডান্স ফর্মের জনক টেরেন্স লুইস। এক বাক্যে আজ সবাই চেনে তাঁকে। মুম্বইয়ে একটা ডান্স অ্যাকাডেমি রয়েছে টেরেন্সের। একসময় জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এ বিচারকের আসনে বসেছিলেন তিনি। ‘ইন্ডিয়া বেস্ট ডান্সার ২’-তেও বিচারক হিসাবে দেখা গেছে টেরেন্স লুইস-কে। ‘রাম লীলা’ এবং ‘গোল্ড’ ছবির মতো জনপ্রিয় বলিউড সিনেমায় কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন এই বলি-কোরিওগ্রাফার।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে টেরেন্স লুইস-এর গাওয়া ‘স্যায়েদায়ি’। এই মিউজিক ভিডিওটিতে গান গাওয়ার পাশাপাশি অভিনয় করতেও দেখা গেছে তাঁকে। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই মিউজিক ভিডিওটি। ইউটিউব প্ল্যাটফর্মে গানের ট্রেন্ডিং-এ ২৫তম স্থানে রয়েছে এই গান।

Skip to content