শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কর্ণ জোহরের বছর সাতেক আগে শেষ ছবি মুক্তি পেয়েছিল প্রায়। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে শেষ বার পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। বক্স অফিসে ভালো ব্যবসাও করেছিল রণবীর কাপুর ও অনুষ্কা শর্মা অভিনীত এই ছবি। তার পরে পরিচালনা থেকে অনেক দিন দেখা যায়নি তাঁকে। অবশেষে ফের পরিচালকের চেয়ারে ফিরছেন কর্ণ জোহর।
আলিয়া ভাট ও রণবীর সিংহকে নিয়ে ছবির ঘোষণা করেছিলেন আগেই। ছবির নাম ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। সদ্য শেষ হল এই ছবির শুটিং। সমাজমাধ্যমে সেই খবর জানিয়েদিলেন তিনি। তাছাড়া ছবির নেপথ্য দৃশ্যের বেশ কিছু ছবি শেয়ারও করলেন তিনি।

কর্ণ জোহরের পরের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট ও রণবীর সিংহ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও অভিনেত্রী শাবানা আজমি। ছবির শুটিং গত বছরেই শুরু হয়েছিল।
আরও পড়ুন:

‘আদিলকে মিস্ করছি’ বলে উরফিকে চুমু রাখির!

‘দ্য এলিফ্যান্ট হুইস্পারস’ আমার দেশের কথা বলে

মা হওয়ার পর বেশ কিছু দিন সিনেমাজগত থেকে দূরে ছিলেন আলিয়া। ফলে মাঝে স্থগিত হয়ে যায় ‘রকি অউর রানি কি প্রেম কহানি’র শুটিং। বিরতি থেকে আলিয়া সোজা ফিরেছেন কর্ণ জোহরের ছবির সেটেই। দিন কয়েক আগে খুদে রাহাকে সঙ্গে নিয়ে কাশ্মীরেও চলে গিয়েছিলেন আলিয়া। সমাজমাধ্যমে দেখা যায় ছবির শুটিংয়ের বেশ কিছু ছবি। ছবিতে লাল ব্লেজারে আলিইয়াকে দেখা যায়। সকল বাঁধা-বিপত্তি ও বিরতি পেরিয়ে অবশেষে শেষ হয়েছে ছবির শুটিং। সমাজমাধ্যমে কিছু নেপথ্য দৃশ্যের ছবি শেয়ার করে সেই খবর জানান কর্ণ।
আরও পড়ুন:

আপনার হাড় দুর্বল হয়ে গিয়েছে? এই চারটি যোগাসন নিয়মিত করছেন তো?

এ বার মেসেজ পাঠানোর পরেও ‘এডিট’ করা যাবে! হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে কী ভাবে মিলবে সুবিধা?

পরিচালক কর্ণ লেখেন, ‘‘৭ বছর আগে আমি শেষ ছবি পরিচালনা করেছিলাম। মাঝে একটা ছবির কাজে হাত দিয়েও নানা কারণে তা শেষ করা হয়ে ওঠেনি। তখনই ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির ভাবনা মাথায় আসে।’’ প্রসঙ্গত, ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ কর্ণ জোহরের সপ্তম ফিচার ফিল্ম। মাঝে ‘তখত’ ছবির কাজ শুরু করেছিলেন পরিচালক।

তবে নানা জটিলতার কারণে সেই ছবির কাজ আর সম্পূর্ণ হয়নি। তার পরে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির ঘোষণা করেন কর্ণ। শেষ হল সেই ছবির শুটিং। আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি।

Skip to content