রবিবার ১০ নভেম্বর, ২০২৪


অভিষেক বচ্চন ছবি : সংগৃহীত।

অভিষেক বচ্চন রাজনীতিতে যোগ দিচ্ছেন। শনিবার হঠাৎ এমনটা শোনা যায়। আগামী বছর লোকসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল এখন থেকেই তাদের রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে। এমন পরিস্থিতিতে জোর চর্চা শুরু হয়ে যায় যে, অমিতাভ-পুত্র ২০২৪-এর লোকসভা নির্বাচনে লড়ছেন।
শোনা যাচ্ছিল, মাজবাদী পার্টির হয়েই নাকি অভিষেক ভোটে লড়বেন। ১৯৮৪ সালে বাবা অমিতাভ বচ্চন এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে ছিলেন। জিতেও ছিলেন বিপুল ভোটে। তবুও বছর তিনেকের মধ্যেই রাজনীতি থেকে অবসর নেন শাহেনশাহ।

এ দিকে, অভিষেকের মা জয়া বচ্চন ২০০৪ সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার সদস্য। তা হলে কি মায়ের পর ছেলেও সংসদীয় রাজনীতিতে নামছেন? শেষমেশ এ নিয়ে মুখ খুলেছেন অমিতাভ পুত্র।
আরও পড়ুন:

প্রথম ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’তে সলমনের থেকে কত টাকা বেশি পারিশ্রমিক পেয়েছিলেন ভাগ্যশ্রী?

তিরিশেই রং হারাচ্ছে চুল? এত কম বয়সে চুল পেকে যাওয়ার কারণ কী?

অভিষেক খবরটাকে ভুয়ো বলেছেন। তিনি জানিয়েছেন, ‘‘এই খবর একেবারেই সত্য নয়। এমন কোনও কিছুই হচ্ছে না।’’ আগে এক সাক্ষাৎকারে তারকা পুত্র তাঁর রাজনীতিতে যোগদান প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘‘মা-বাবা রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, আমি এটা করব না। রাজনীতিকের চরিত্রে আমি অভিনয় করতে পারি মাত্র। কিন্তু বাস্তব জীবনে কখনওই এমনটা হবে না।’’
আরও পড়ুন:

শিশুকে কোন ওষুধ কখন খাওয়াবেন? ওষুধ খাওয়ার সঠিক নিয়ম কী? জানুন শিশু বিশেষজ্ঞের পরামর্শ

পঞ্চমে মেলোডি,

অভিষেকের পর পর কয়েকটি ছবি মুক্তি পাবে। রেমো ডি’সুজার ছবির কাজ সদ্য শেষ করেছেন। সুজিত সরকারের সঙ্গেও তিনি একটি কাজ করবেন। অভিষেক অভিনয়ের পাশাপাশি খেলার জগতের সঙ্গেও যুক্ত।

Skip to content