রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


হেমন্ত মুখোপাধ্যায়

কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ১০২তম জন্মদিন উপলক্ষে গত ৩ জুন নভি মুম্বইয়ের বিষ্ণুদাস ভাবে নাট্যগৃহে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। সংগীত পরিবেশন করেছেন গায়ক সাগ্নিক সেন, ঋত্বিক মিশ্র, প্রিয়াঙ্কা মিত্র প্রমুখ। সাগ্নিক হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বহু জনপ্রিয় গান পরিবেশন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল—’এই মেঘলা দিনে একলা’, ‘কেন দূরে থাকো, ‘তুমি রবে নীরবে’। বাংলার পাশাপাশি ‘বিশ সাল বাদ’, ‘কোহরা’-এর মতো হিন্দি ছবির গানও গেয়েছেন সাগ্নিক। তাঁর কণ্ঠের সুরের জাদুতে শ্রোতারা মুগ্ধ হন। সংগীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেছেন লোপিতা মিশ্র, ঋত্বিক মিশ্র এবং প্রিয়াঙ্কা মিত্রও।

অনুষ্ঠানে অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়-সহ বিশিষ্ট শিল্পীরা

দর্শকরা বিশ্বজিৎবাবুকে তাঁর ছবির গান গেয়ে শোনাতে অনুরোধ করলে তিনি বলেন, যেহেতু হেমন্তদাকে নিয়ে এই অনুষ্ঠান তাই তাঁর গাওয়া গানই আমি গাইব। তারপর তিনি প্রখ্যাত সুরকার সলিল চৌধুরির সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া জনপ্রিয় বাংলা গান ‘ধিতাং ধিতাং বোলে’ পরিবেশন করেন। দর্শকরাও তাঁর সঙ্গে গানটি গাইলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন তুহিনকান্তি ঘোষ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভীম সিং কোটাল। সঙ্গীত পরিচালনা করেন অভিজিৎ মজুমদার। এদিন রাতে বিষ্ণুদাস ভাবে নাট্যগৃহে দীর্ঘ সাড়ে চার ঘণ্টা ধরে অনুষ্ঠানটি চলে। প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ।

Skip to content