উৎপলেন্দু চক্রবর্তী।
টলিপাড়ায় খারাপ খবর। জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী প্রয়াত হয়েছেন। দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কের বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় পরিচালকের জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
প্রয়াত পরিচালকের সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায় জানিয়েছেন, “মঙ্গলবার সন্ধ্যায় পরিচালক চা খেয়েছিলেন। তার পরেই ধীরে ধীরে ঝিমিয়ে পড়েন। এ প্রসঙ্গে চিকিৎসক জানিয়েছেন, উৎপলেন্দু চক্রবর্তী হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন।” উল্লেখ্য, সম্প্রতি উৎপলেন্দু আবারও ছবি তৈরির ইচ্ছাপ্রকাশ করেছিলেন।
আরও পড়ুন:
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৪: স্বার্থান্বেষীকেও চিনতে শেখায় এই গ্রন্থ
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬২: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— সুখদর্শন ও হুড়ো
পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী আশির দশকে ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন। ১৯৮২ সালে পরিচালকের ‘চোখ’ ছবিটি সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল। উৎপলেন্দু সেরা পরিচালকের জাতীয় পুরস্কার পেয়েছিলেন। ‘চোখ’ ছবিটির পোস্টার এঁকেছিলেন সত্যজিৎ রায়। শুধু জাতীয় পুরস্কার নয়, তাঁর ঝুলিতে রাষ্ট্রপতি পুরস্কার, এনএফডিসি-র স্বর্ণপদকও রয়েছে।
আরও পড়ুন:
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৪: সরলাদেবী—নির্ভীক এক সরস্বতী
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩৬: আহা শ্রীরাধিকে চন্দ্রাবলী কারে রেখে কারে ফেলি
এপ্রিল মাসেতিনি বাড়িতে পড়ে যান। এর জেরে পরিচালকের কোমরের হাড় ভাঙে যায়। তার পর তাঁর কোমরের অস্থিসন্ধি প্রতিস্থাপন করা হয়েছে। তাঁর স্মৃতিভ্রমের সমস্যাও ছিল। পাশাপাশি প্রস্টেট এবং সিওপিডি-র সমস্যাও ভুগছিলেন। গত মে মাসেও পরিচালককে হাসপাতালে ভর্তি করানো হয়। এর পর তিনি বাড়ি ফিরেছিলেন। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন। এর পরেই এল সেই দুঃসংবাদ।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ
পঞ্চমে মেলোডি, পর্ব-৭০: জন্মান্তরের সুরসাধক আরডি বর্মন
প্রয়াত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর স্ত্রী পরিচালক শতরূপা সান্যাল। তাঁদের দুই মেয়ে চিত্রাঙ্গদা শতরূপা ও ঋতাভরী চক্রবর্তী। দুই কন্যাও অভিনেত্রী। তবে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন শতরূপা। এর পর তাঁরা আলাদা থাকতে শুরু করেন। উৎপলেন্দুর সঙ্গে তাঁর পরিবারের যোগাযোগ নেই।
আরও পড়ুন:
বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩
উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’
ঘনিষ্ঠ সূত্রে খবর, উৎপলেন্দু চক্রবর্তী দুই মেয়ের কাজের প্রশংসা করেছেন। মঙ্গলবারই পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। তবে শেষকৃত্যে পরিচালকের পরিবারের সদস্যেরা উপস্থিত থাকবেন কি না, তা জানা যায়নি।