শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


পরিচালক বিরসা দাশগুপ্ত

ক্রিস-ক্রস, শুধু তোমারই জন্য-র পরে পরিচালক বিরসা দাশগুপ্ত এবার তাঁর ছবিতে ফুটিয়ে তুলতে চলেছেন ৭১-এর উত্তাল সময়ের প্রেক্ষাপটে, মহানগরীর চিত্রপটে বিপ্লব ও প্রেমের যুগল বসন্তের সমাহার। বিশিষ্ট লেখকের কাহিনি ও চিত্রনাট্য ‘হাওয়া বন্দুক’কে অবলম্বন করেই বিরসা দাশগুপ্ত দীর্ঘ একবছর পর ফিরতে চলেছেন বড়পর্দায়। লেখক এবং পরিচালক উভয়ের সিদ্ধান্তেই আগে প্রকাশ্যে আসবে ছবিটি, তারপরে বই আকারে প্রকাশিত হবে কাহিনি। অন্য ধারার ছবি থেকে বাণিজ্যিক ছবি—সমস্ত ঘরানার কাজেই সমানভাবে সাবলীল বিরসা। দীর্ঘ একবছর ধরে তিনি প্রস্তুতি নিয়েছেন বাঙালির জন্যে, বাঙালির একান্তই আন্তরিক কোনও আবেগের কাহিনি নিয়ে ফিরে আসার জন্য, আর সেই প্রস্তুতিই এবার নিয়ে আসতে চলেছে রুকুর গল্প। ৭১-এর নকশাল দ্রোহের প্রেক্ষাপটে যৌবনে পা রাখা একটি ছেলের সামনে ক্রমাগত বদলে যেতে থাকে তার চেনা শহর, আর সেই বদলে যাওয়া কোথাও গিয়ে প্রভাবিত করছে তার ব্যক্তিগত জীবনের আদর্শকে। এই নিয়েও আসতে চলেছে বিরসা দাশগুপ্তের নতুন ছবি ‘হাওয়া বন্দুক’৷
সম্ভবত পুজোর পরে আরম্ভ হতে চলেছে এই ছবির শ্যুটিং। সঙ্গে রয়েছে একঝাঁক নতুন চমক। এই ছবিতেই প্রথম একসঙ্গে কাজ করতে চলেছেন বিরসা দাশগুপ্ত এবং অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। এই প্রথম স্বামীর ছবিতে কাজ করতে চলেছেন বিদীপ্তা। শুধু তাই নয়, রুকু অর্থাৎ ঋদ্ধি সেনের বিপরীতে ঝিনুকের ভূমিকায় প্রথমবার টলিউডে ডেবিউ করতে চলেছে বিরসা ও বিদীপ্তার কন্যা মেঘলা দাশগুপ্ত। এছাড়াও বিশিষ্ট কিছু চরিত্রে থাকছেন কৌশিক সেন, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা। ‘হাওয়া বন্দুক’-এর অভিনয় কোচ হিসাবে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভঙ্কর ভড়। ছবির সংগীত পরিচালনার দায়িত্ব নিয়ে পরিচালক বিরসা দাশগুপ্তর হাত ধরে প্রথমবারের মতো বাংলা ছবির জগতে পা রাখতে চলেছেন সংগীত পরিচালক মহর্ষি দত্ত।

Skip to content