বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


জেনেল ফার্নান্ডেজ।

স্বামীর সঙ্গে আর ছুটি কাটানো হল না জেনেল ফার্নান্ডেজের। ইউরোপে বাণিজ্যিক জাহাজে কর্মরত স্বামী বনিফেস সদ্য দেশে ফিরেছেন। দুজনের পরিকল্পনা করেছিলেন বেড়াতে যাওয়ার। সেই পরিকল্পনা এক লহমায় ভেস্তে গেল পশ্চিম মালাডের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা জেনেলের।
গত শুক্রবার স্কুলের লিফটে তাঁর শরীর আটকে গিয়েছিল। শরীরের কিছুটা অংশ ভিতরে, কিছুটা অংশ বাইরে থাকা অবস্থায় লিফট চলতে শুরু করে। গুরুতর চোট পেয়ে কিছুক্ষণের মধ্যেই ২৬ বছরের ওই স্কুল শিক্ষিকার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পশ্চিম মালাডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে।
স্কুল সূত্রে খবর, জেনেল ফার্নান্ডেজ শুক্রবার দুপুর ১টা নাগাদ সাত তলা থেকে দোতলায় নামছিলেন। কিন্তু লিফটের মধ্যে তাঁর শরীর পুরোপুরি ঢোকার আগেই কোনও ভাবে লিফটটি আচমকা উঠতে শুরু করে। লিফটের মধ্যে জেনেলের একটি পা থাকলেও শরীরের বাকি অংশ বাইরেই ছিল। এই অবস্থায় লিফট চলতে শুরু করলে লিফট এবং দেওয়ালের মধ্যে আটকে যান জেনেল। তাঁর চিৎকারে ছুটে আসেন স্কুলের সবাই। তাঁকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:

ধারাবাহিক উপন্যাস, পর্ব-৩৫: বসুন্ধরা এবং…

ত্বকের জেল্লা ফেরাতে চান? তাহলে রূপচর্চায় এক কোয়া রসুনেই বাজিমাত করুন

জেনেল এই স্কুলে চলতি বছরের জুন মাসে যোগ দেন। এর আগে প্রায় পাঁচ বছর শিক্ষকতা করেছেন নালাসোপারায়ও। শনিবার জেনেলের শেষকৃত্যে যোগ দিয়েছিলেন তাঁর স্কুলের অন্য শিক্ষিকারা। জেনেল ফার্নান্ডেজের বাড়ি মহারাষ্ট্রের নালাসোপারার ওয়াঘোলিতে। তাঁর অকালপ্রয়াণ কিছুতেই মানতে পারছেন না পরিবার-পরিজনরা। জেনেলের শ্বশুরমশাই জানিয়েছেন, ‘‘এক যুবক দুর্ঘটনার খবর দেন। স্কুলের মধ্যে কী ঘটেছে, এখনও ঠিক মতো বুঝতে পারছি না।’’ শোকে বাকরুদ্ধ জেনেলের স্বামী বনিফেস। গত বছরই জেনেলের বিয়ে হয়। বনিফেস কিছুদিনের ছুটিতে বাড়ি এসেছেন। তাঁরা একসঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা ছিল করেছিলেন বলে পরিবার জানিয়েছে।

Skip to content