এই রোদ তো এই মেঘ। শবিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে একই চিত্র। অফিস দফতর জানিয়েছে, এই পরিস্থিতি বদলাতে পারে রবিবার থেকে। নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে। সে ধীরে ধীরে শক্তিও বাড়াচ্ছে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টিবাদলা চলতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় রবিবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী জেলায় ঝড়ো হাওয়াও বইতে পারে। সে কারণে মৎস্যজীবীদের আগামী ১০-১২ দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি আগামী সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
হাওয়া অফিস সূত্রে এও খবর, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের কাছে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থান করছে। সে আপাতত শক্তি বাড়িয়ে উত্তর অভিমুখে এগচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। হাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার থেকে বৃষ্টি হতে পারে।