গোধূলি আলাপ-এর একটি দৃশ্যে
স্টার ভারত চ্যানেলে রাজ চক্রবর্তী প্রযোজিত ৯৬ পর্বের ধারাবাহিক ‘গোধূলি আলাপ’ নিয়ে টেলিপাড়ায় ইতিমধ্যেই রব উঠেছে এর হিন্দি রূপান্তর হবে। নাম ‘উমর কি সীমা’। খবরটি অনুরাগীদের কাছে পৌঁছতেই তারা কৌতুহলি হয়ে উঠেছেন। তাদের প্রিয় অরিন্দম রায়, ওরফে কৌশিক সেনের ভূমিকায় কে অভিনয় করবেন?
সূত্রের খবর এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইকবার খানকে। প্রযোজক অতুল কেতকার। হিন্দি রূপান্তরে ঘটনার স্বাভাবিক বদল কিছু ঘটানো হচ্ছে। ইকবালকে আইনজীবীর চরিত্রে নয়, দেখা যাবে দাপুটে ব্যবসায়ীর চরিত্রে। যিনি সারাক্ষণ লক্ষ্মীদেবীর আরাধনায় মগ্ন থাকেন। তাই তার যথাসময়ে বিয়ে করা হয়নি। ধারাবাহিকে দেখা যাবে দেরিতে হলেও তিনি বিয়ে করছেন। পাত্রী তার থেকে বয়সে অনেক ছোট। ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের কমবয়সী পাত্রী নাম ‘নোলক’, অভিনয় করছেন সোমু সরকার। কিন্তু এই চরিত্রে হিন্দিতে কাকে দেখা যাবে সেই নিয়ে জল্পনা চলছে। সূত্রের খবর, আগামী মাসে প্রচার ঝলক দিয়েই শ্যুটিং শুরু হবে।
সূত্রের খবর এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইকবার খানকে। প্রযোজক অতুল কেতকার। হিন্দি রূপান্তরে ঘটনার স্বাভাবিক বদল কিছু ঘটানো হচ্ছে। ইকবালকে আইনজীবীর চরিত্রে নয়, দেখা যাবে দাপুটে ব্যবসায়ীর চরিত্রে। যিনি সারাক্ষণ লক্ষ্মীদেবীর আরাধনায় মগ্ন থাকেন। তাই তার যথাসময়ে বিয়ে করা হয়নি। ধারাবাহিকে দেখা যাবে দেরিতে হলেও তিনি বিয়ে করছেন। পাত্রী তার থেকে বয়সে অনেক ছোট। ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের কমবয়সী পাত্রী নাম ‘নোলক’, অভিনয় করছেন সোমু সরকার। কিন্তু এই চরিত্রে হিন্দিতে কাকে দেখা যাবে সেই নিয়ে জল্পনা চলছে। সূত্রের খবর, আগামী মাসে প্রচার ঝলক দিয়েই শ্যুটিং শুরু হবে।