স্বপ্নপূরণের পাশাপাশি জীবনের অজানা জটিলতার গল্প নিয়ে আসছে ‘গুড্ডি’। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিকটি। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনিতে জন্ম নিয়েছে প্রাণবন্ত একটি মেয়ে, যার নাম গুড্ডি। আর তাঁর জীবনকে কেন্দ্র করেই এগোবে এই ধারাবাহিকের গল্প। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের কথায়, “গুড্ডি চরিত্রটা অনেকটা ঝর্ণার মতো। স্বভাবে সে চঞ্চল, কিন্তু স্বপ্ন পূরণ করেই ছাড়বে, এমন মনোভাবাপন্ন মেয়ে হল গুড্ডি। এই ধারাবাহিকে গুড্ডি-র দিদি শিরীনেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গুড্ডির জীবনে। অন্যদিকে এই ধারাবাহিকের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল সন্ত্রাসবাদ।”
এই ধারাবাহিকের মুখ্যচরিত্র অনুজ চট্টোপাধ্যায় পেশায় একজন পুলিশ অফিসার। দেশের প্রতি প্রেম, দায়িত্ব-কর্তব্য রয়েছে অনুজের। দেশের প্রতি এই ভালোবাসা তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে কিনা সেটা ধারাবাহিক ‘গুড্ডি’ সম্প্রচার হওয়ার পরই দর্শকের কাছে স্পষ্ট হয়ে যাবে।
‘গুড্ডি’ ধারাবাহিকের নেপথ্যে লীনা গঙ্গোপাধ্যায় ছাড়াও রয়েছেন শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং ম্যাজিক মোমেন্টস। এই ধারাবাহিকে গুড্ডি-র চরিত্রে অভিনয় করছেন শ্যামোপ্তি মুদলি এবং অনুজ-এর চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু। এছাড়াও ধারাবাহিকের অন্যান্য চরিত্রে রয়েছেন মধুরিমা বসাক, অম্বরিশ ভট্টাচার্য, সোহিনী সেনগুপ্ত, চন্দন সেন, শংকর চক্রবর্তী প্রমুখ।
সাংবাদিক বৈঠকে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন রণজয় ও শ্যামোপ্তি। অভিনেতা রণজয় বিষ্ণু বলেন, ‘আমরা প্রচণ্ড ঠান্ডায় শুটিং করেছি। একঘণ্টা অন্তর বরফ পড়ছিল শুটিং স্পটে। তাই আমাদের শুটিং প্রায়ই বন্ধ হয়ে যেত। আমি এর আগে বহুবার পাহাড়ে গিয়েছি। ট্রেকিংও করেছি। কিন্তু এরকম ঠান্ডা কোথাও অনুভব করিনি। এরকম প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে শুটিং করার অভিজ্ঞতা একেবারে আলাদা। আর ঝুঁকিও রয়েছে এভাবে শুটিং করার। ‘গুড্ডি’-র গোটা টিম সত্যিই প্রচুর পরিশ্রম করেছে এই পাহাড়ের দৃশ্যগুলো শুট করার জন্য।’
‘গুড্ডি’ অর্থাৎ অভিনেত্রী শ্যামোপ্তি বলেন, ‘পাহাড়ে শুটিংয়ের সময় অনেকবার পড়ে গিয়েছি ঠিকই। তবে গুড্ডি-র পুরো টিম আমাকে প্রচুর সাপোর্ট করেছে। আর সেইকারণেই হয়তো আমি এতটা পরিশ্রম করতে পেরেছি। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ধারাবাহিকে আমার চরিত্রটা হল গুড্ডি। এটি ভীষণই প্রাণবন্ত একটি চরিত্র। আর পাঁচটা মেয়ের মতো শান্ত স্বভাবের মেয়ে নয়, গুড্ডি। তবে স্বপ্নপূরণের ইচ্ছা রয়েছে এই মেয়ের। আশা করি, চরিত্রটি দর্শকের ভালো লাগবে। আমি বরাবরই চাইতাম একটু অন্যরকম চরিত্রে অভিনয় করতে। সবসময় ভাবতাম, শাড়ি পরা, শাঁখা সিঁদুর পড়া শান্ত একটি মেয়ে না হয়ে যদি অন্যরকম চরিত্র করতে পারতাম। তাহলে নিজেকে আরও মেলে ধরতে পারতাম। এই ‘গুড্ডি’ আমার সেই ইচ্ছাপূরণ করেছে। এর জন্য লীনাদি-কে অনেক ধন্যবাদ জানাই।’ তবে গুড্ডি-র জীবনে অজানা কোন জটিলতার কথা বলা হয়েছে ধারাবাহিকের প্রোমোতে? তা জানতে হলে আগামী সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যে ৬ টায় চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।
এই ধারাবাহিকের মুখ্যচরিত্র অনুজ চট্টোপাধ্যায় পেশায় একজন পুলিশ অফিসার। দেশের প্রতি প্রেম, দায়িত্ব-কর্তব্য রয়েছে অনুজের। দেশের প্রতি এই ভালোবাসা তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে কিনা সেটা ধারাবাহিক ‘গুড্ডি’ সম্প্রচার হওয়ার পরই দর্শকের কাছে স্পষ্ট হয়ে যাবে।
‘গুড্ডি’ ধারাবাহিকের নেপথ্যে লীনা গঙ্গোপাধ্যায় ছাড়াও রয়েছেন শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং ম্যাজিক মোমেন্টস। এই ধারাবাহিকে গুড্ডি-র চরিত্রে অভিনয় করছেন শ্যামোপ্তি মুদলি এবং অনুজ-এর চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু। এছাড়াও ধারাবাহিকের অন্যান্য চরিত্রে রয়েছেন মধুরিমা বসাক, অম্বরিশ ভট্টাচার্য, সোহিনী সেনগুপ্ত, চন্দন সেন, শংকর চক্রবর্তী প্রমুখ।
সাংবাদিক বৈঠকে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন রণজয় ও শ্যামোপ্তি। অভিনেতা রণজয় বিষ্ণু বলেন, ‘আমরা প্রচণ্ড ঠান্ডায় শুটিং করেছি। একঘণ্টা অন্তর বরফ পড়ছিল শুটিং স্পটে। তাই আমাদের শুটিং প্রায়ই বন্ধ হয়ে যেত। আমি এর আগে বহুবার পাহাড়ে গিয়েছি। ট্রেকিংও করেছি। কিন্তু এরকম ঠান্ডা কোথাও অনুভব করিনি। এরকম প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে শুটিং করার অভিজ্ঞতা একেবারে আলাদা। আর ঝুঁকিও রয়েছে এভাবে শুটিং করার। ‘গুড্ডি’-র গোটা টিম সত্যিই প্রচুর পরিশ্রম করেছে এই পাহাড়ের দৃশ্যগুলো শুট করার জন্য।’
‘গুড্ডি’ অর্থাৎ অভিনেত্রী শ্যামোপ্তি বলেন, ‘পাহাড়ে শুটিংয়ের সময় অনেকবার পড়ে গিয়েছি ঠিকই। তবে গুড্ডি-র পুরো টিম আমাকে প্রচুর সাপোর্ট করেছে। আর সেইকারণেই হয়তো আমি এতটা পরিশ্রম করতে পেরেছি। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ধারাবাহিকে আমার চরিত্রটা হল গুড্ডি। এটি ভীষণই প্রাণবন্ত একটি চরিত্র। আর পাঁচটা মেয়ের মতো শান্ত স্বভাবের মেয়ে নয়, গুড্ডি। তবে স্বপ্নপূরণের ইচ্ছা রয়েছে এই মেয়ের। আশা করি, চরিত্রটি দর্শকের ভালো লাগবে। আমি বরাবরই চাইতাম একটু অন্যরকম চরিত্রে অভিনয় করতে। সবসময় ভাবতাম, শাড়ি পরা, শাঁখা সিঁদুর পড়া শান্ত একটি মেয়ে না হয়ে যদি অন্যরকম চরিত্র করতে পারতাম। তাহলে নিজেকে আরও মেলে ধরতে পারতাম। এই ‘গুড্ডি’ আমার সেই ইচ্ছাপূরণ করেছে। এর জন্য লীনাদি-কে অনেক ধন্যবাদ জানাই।’ তবে গুড্ডি-র জীবনে অজানা কোন জটিলতার কথা বলা হয়েছে ধারাবাহিকের প্রোমোতে? তা জানতে হলে আগামী সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যে ৬ টায় চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।