ছবি: প্রতীকী।
রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। দু’একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে সমুদ্রেও উত্তাল হবে। এমনটাই জানিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার কলকাতা ছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এর মধ্যে বেশি বৃষ্টি হতে পারে হুগলি, দুই বর্ধমান এবং বীরভূমে। আবহাওয়া নিয়ে সোমবারের জন্যও একই পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলিতে মঙ্গলবার এবং বুধবারও বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬২: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— সুখদর্শন ও হুড়ো
সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে। বুধবার উত্তরবঙ্গের সব ক’টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৪: সরলাদেবী—নির্ভীক এক সরস্বতী
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৪: স্বার্থান্বেষীকেও চিনতে শেখায় এই গ্রন্থ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে। সমুদ্রের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সে কারণে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৯: শ্রীমায়ের ভক্তের গ্রামে তীর্থদর্শন
সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশের একটি ঘূর্ণাবর্ত উপর তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই জোড়া দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। তার পর সেটি ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী তিন দিনে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। তাই বাংলার পশ্চিমাংশের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৯: বেশি ঘুম শরীরের পক্ষে ভালো?
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৪.২ ডিগ্রি, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।