বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

আলিয়া ভট্ট, রণবীর কাপুর। সংগৃহীত।

‘রণলিয়া’র দীর্ঘ দিনের সম্পর্ক পরিণতি পেয়েছে ২০২২ সালে। তখন থেকেই ঋষি-পুত্রের সঙ্গে মহেশ ভট্ট-কন্যাকে ঘিরে রয়েছে ক্যামেরার চোখ। গত বছর রণবীর-আলিয়ার কন্যাসন্তান রাহা-র জন্ম হয়েছে। রণবীর এখন ঘোর সংসারী। যদিও একটা সময় ঋষি-পুত্রের একাধিক প্রেম সম্পর্ক ছিল।
অভিনেত্রী নার্গিস ফকরি, পোশাকশিল্পী নন্দিতা মাহথানি, সোনম কাপুর অনেকেই রণবীরের প্রেমিকার তালিকায় ছিলেন। যদিও সব থেকে চর্চায় ছিল দীপিকা (পাড়ুকোন) ও ক্যাটরিনা (কইফ) এর সঙ্গে অভিনেতার প্রেমের সম্পর্ক। তবে রণবীর শেষ পর্যন্ত আলিয়াতে এসেই তাঁর সম্পরকের দাঁড়ি টেনেছেন। এ বার রণবীরকে নিয়ে একাধিক গোপন তথ্য ফাঁস করলেন মা নীতু কাপুর এবং দিদি ঋদ্ধিমা কাপুর।
আরও পড়ুন:

এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন? জেনে নিন এসি-র খুঁটিনাটি

গরমে প্রচুর ঘাম হয়? এমন দিনে শরীরে জলের জোগান ঠিক রাখতে এই ৫ ফল খান

সম্প্রতি মা নীতু কাপুর এবং দিদি ঋদ্ধিমা কাপুর সঙ্গে নিয়ে কপিল শর্মার শোয়ে এসেছিলেন রণবীর। সেই শোতে রণবীর-নীতুরা কপিলের একাধিক প্রশ্নের উত্তর দেন। রণবীরের মা নীতু কাপুর জানান, অভিনেতা রণবীর নাকি তাঁর প্রেমিকাদের মায়ের গয়না চুরি করেই উপহার দিতেন। আবার কোনও কোনও ক্ষেত্রে দিদি ঋদ্ধিমার জামাকাপড়ও প্রেমিকাদের দিয়ে দিতেন।
আরও পড়ুন:

জল ঠিক মতো খাওয়া হচ্ছে না? শরীর কিন্তু নিজেই জানিয়ে দেবে, কোন ৫ উপসর্গে একদমই অবহেলা নয়?

রক্ত পরীক্ষার না করেই কী ভাবে বুঝবেন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে কি না?

রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর বলেন, ‘‘রণবীর প্রায়ই তাঁর বান্ধবীদের বাড়িতে নিয়ে আসত। আমি অবশ্য রণবীরের বান্ধবীদের পোশাকই বেশি করে দেখতাম। ভালো করে দেখে নিতাম, ওরা আবার আমার জামা পরেই চলে আসেননি তো!’’ এ প্রসঙ্গে নীতু বলেন, ‘‘আমি রণবীরের বেশ কয়েকজন বান্ধবীদের কানে ও গলায় আমার গয়না দেখেছি। দেখে মনে মনে ভাবতাম, এই সব গয়না তো আমারই!’’ তবে রণবীরের বক্তব্য, তিনি সব সময় ভাবতেন, যিনিই তাঁর প্রেমিকা হোন না কেন, তিনি তো একদিন পুত্রবধূ হবেন তাঁর মায়ের। সেই জন্যই এ সব জিনিসপত্র প্রেমিকাদের উপহার হিসেবে দিতেন।

Skip to content