শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

রাজ্যের কয়েকটি জেলায় গতকাল মঙ্গলবার মধ্যরাতে হালকা বৃষ্টি হয়েছে। বুধবার সকাল অবশ্য বৃষ্টি হয়নি। তবে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। কয়েক দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এর জেরে রাজ্য জুড়ে তাপমাত্রা কিছুটা কমেছে। বিশেষ করে রাতের দিকে পারদ কমছে। চলতি সপ্তাহেও তাপমাত্রার তেমন বদল হবে না। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া দফতর জানিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী দিন পাঁচেক ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর এই ক’দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।
আরও পড়ুন:

প্রথম ছবিতেই বাবার সঙ্গে সুহানা! কোন চরিত্রে থাকছেন শাহরুখ?

হৃদ্‌রোগের আশঙ্কা বাড়ায় কোলেস্টেরল, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কোন ফল খাবেন?

রাজ্য জুড়ে বুধবার থেকে শুকনো আবহাওয়া থাকবে। তবে পরের সপ্তাহ থেকে আবহাওয়া কিছুটা বদল হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সমস্ত জেলায় আগামী শুক্রবার পর্যন্ত স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে। তবে শনিবার দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু অংশে হালকা বৃষ্টিতে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, পর্ব-৩৭: সুন্দরবনের নদীবাঁধের ভবিতব্য

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-২৮: পেপসি-টেপসি

বুধবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ২১.৬ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিক থেকে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি। মঙ্গলবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ১৯.১ ডিগ্রি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ঘণ্টার মধ্যে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৯.২ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

Skip to content