বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

দোরগোড়ায় দাঁড়িয়ে বসন্ত। সেই সঙ্গে রয়েছে হালকা শীতের আমেজ। কয়েক দিন তাপমাত্রার পারদ কখনও ঊর্ধ্বমুখী, তো কখনও আবার নেমে যাচ্ছে। তাই কখনও কখনও কনকনে ঠান্ডার অনুভূতি। এর মাঝে আবার আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৪.৯ ডিগ্রি। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলারও। মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু এলাকায়। বুধবার ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলা।
আরও পড়ুন:

বাজার থেকে কিনে আনার পর পিঁয়াজের খোসা ফেলে দেন? নষ্ট না করে কাজে এ ভাবে লাগান

উত্তম কথাচিত্র, পর্ব-৬১: ‘বন্ধু’ তোমার পথের সাথী

হাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টি থামলে তখন থেকে আবহাওয়ার বদল হতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বুধবার থেকে অল্প বিস্তর বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বুধবার দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ জেলার কয়েকটি এলাকায় বৃহস্পতি এবং শুক্রবারও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, পর্ব-৩৫: সুন্দরবনের নদীবাঁধের অতীত

হেলদি ডায়েট: রান্নায় নিয়মিত তেজপাতা দিলে ওষুধের খরচ বাঁচবে

হাওয়া দফতরের পূর্বাভাস, এই বৃষ্টির পর বিদায় নিতে পারে শীত। তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃষ্টির পর বাংলা জুড়ে ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে।

Skip to content