শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

ফাল্গুন মাসে ভরা বসন্তেও কিছুতেই পিছু ছাড়তে চাইছে না বৃষ্টি। রাজ্যের একাধিক জেলা গত কয়েক দিনে ভিজেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আজ শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ২০.৩ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ছিল তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৮.৪ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার তাপমাত্রার পারদ ২১ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
হাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার বর্ষণ হবে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায়। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’

মুক্তির ছ’মাস আগেই ‘পুষ্পা ৩’-এর ঘোষণা অল্লু অর্জুনের, ‘পুষ্পা ২’ আসছে ১৫ অগস্ট!

তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শনিবারের পর থেকে কয়েটি জেলায় বৃষ্টির সম্ভাবনা কমবে। যদিও রবিবারও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বুধবার পর্যন্ত কমবেশি বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলায়।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব ক’টি জেলাতেই। রবিবার দার্জিলিঙে বৃষ্টি হতে পারে। রবিবার দারজিলিং ছাড়া উত্তরবঙ্গে আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

Skip to content