ছবি প্রতীকী।
মাঝখানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান। ঝাড়গ্রামে তিনটি ঘটনায় হাতির আক্রমণে এক বৃদ্ধা-সহ ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বন দফতর মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে।
বন দফতর সূত্রে খবর, হাতির হামলার প্রথম ঘটনাটি ঘটে সোমবার রাত ৮টা নাগাদ খড়গপুর বন বিভাগের অধীন কলাইকুণ্ডা রেঞ্জের সাঁকরাইল থানার চুনপাড়া জঙ্গলের রাস্তার উপর। এত ঘটনায় মৃত্যু হয় ঝাড়গ্রাম থানার মানিকপাড়া বিট হাউসের ইন্দখাড়া গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি কমল মাহাতো ওরফে সুজিতের (৪৪)।
বন দফতর সূত্রে খবর, হাতির হামলার প্রথম ঘটনাটি ঘটে সোমবার রাত ৮টা নাগাদ খড়গপুর বন বিভাগের অধীন কলাইকুণ্ডা রেঞ্জের সাঁকরাইল থানার চুনপাড়া জঙ্গলের রাস্তার উপর। এত ঘটনায় মৃত্যু হয় ঝাড়গ্রাম থানার মানিকপাড়া বিট হাউসের ইন্দখাড়া গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি কমল মাহাতো ওরফে সুজিতের (৪৪)।
তাঁর পরিবার জানিয়েছে, সুজিত কাজ সেরে মোটর বাইকে করে ফিরছিলেন। তার সঙ্গে আরও দু’জনকে ছিলেন। তিনি চুনপাড়া হয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় হঠাৎ করে জঙ্গলের রাস্তায় তাঁরা হাতি দেখতে পান। তাঁরা বাইকের গতি বাড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু হাতিটি বাইকের পিছু ধাওয়া করলে রাস্তায় একটি গর্ত থাকায় সেখানে বাইক ছেড়ে ৩ জন পালানোর চেষ্টা করেন। কমল রাস্তা দিয়ে ছুটছিলেন। বাকিরা জঙ্গলে ধুকে পড়েন। পরিবার সূত্রে জানা গিয়েছে, হাতিটি শেষমেশ কমলকে ধরে ফেলে তাঁকে পিষে মেরে ফেলে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
প্রযোজকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ‘আশিকি’ অভিনেতার
পিসিওএস নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, শুধরে দিচ্ছেন চিকিৎসকরা
বন দফতর এবং সাঁকরাইল থানার পুলিশ কমলের দেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম হাসপাতালে পাঠিয়েছে। খড়্গপুরের ডিএফও শিবানন্দ রাম জানান, ‘‘কমলের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।’’ তাঁর পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও তিন জানিয়েছেন।
আরও পড়ুন:
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪৭: অ্যাকোয়াপোনিক্স প্রযুক্তির প্রয়োগে উৎকৃষ্টমানের মাছ এবং গাছ বেড়ে উঠতে পারে
পঞ্চমে মেলোডি, পর্ব-৩: ‘তিসরি মঞ্জিল’ ছিল পঞ্চমের প্রথম অগ্নিপরীক্ষা
বন দফতর সূত্রে খবর, মানিকপাড়া রেঞ্জের বালিভাসা বিটের বালিয়া গ্রামে সোমবারই রাত ১০টা নাগাদ নমিতা মাহাতো (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁকেও হাতি পিষে মারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতির পাল নমিতার বাড়িও ভেঙে দিয়েছে। ওই বৃদ্ধা প্রাণে বাঁচতে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই হাতি তাঁকে পিষে মারে। অন্যদিকে, নয়াগ্রামের চাঁদাবিলা গ্রামে মঙ্গলবার সকালে এক জন জখম হয়েছেন। হাতির আক্রমণে জখম হওয়া ওই ব্যক্তির নাম কার্তিক রানা। খড়্গপুরের ডিএফও জানিয়েছেন, আহত কার্তিক রানার চিকিৎসা চলছে।