ছবি: প্রতীকী।
বাংলার তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস জানাল হাওয়া অফিস। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, মঙ্গলবার রাতেই আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। রাত ৮টা ২৫ মিনিট থেকে বৃষ্টি শুরু হতে পারে। দুই থেকে তিন ঘণ্টা বৃষ্টি চলতে পারে। হাওয়া অফিস ঝড়বৃষ্টির সময় বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে।
একটানা তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবারের তুলনায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই কমেছে।
আরও পড়ুন:
দাঁতের দাগে সবার সামনে মুখ খোলাই দায়? রয়েছে দাগ তোলার ঘরোয়া উপায়
রোজ প্রাতরাশে ডিমের সঙ্গে কলা খাচ্ছেন? এর ফলে কী হচ্ছে জানেন
৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচেই ছিল দিনের তাপমাত্রা। যদিও অস্বস্তি একই রকম ছিল। কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলোয় মঙ্গলবার দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে ছিল। যদিও রাজ্যের পশ্চিম এবং মধ্য ভাগের জেলাতেই তাপমাত্রা কমবেশি ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশিই ছিল। আবহাওয়া দফতর আগামীকাল বুধবার ৫টি জেলায় তীব্র তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে।