মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


ছবি: প্রতীকী।

বুধবার বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রেখে হাওয়া দফতর কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

বুধবার আলিপুর আবহাওয়া দফতর তাদের বুলেটিনে জানিয়েছে, কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
পাশাপাশি জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। ওই সব জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। হাওয়া দফতর দক্ষিণবঙ্গের ওই ১১টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২০: শোওয়ার বালিশ বিছানা কেমন হবে? শক্ত না নরম?

বন্দে ভারতে হাওড়া থেকে পুরীর যেতে কত খরচ পড়বে? কোন কোন স্টেশনে দাঁড়াবে? সপ্তাহে কত দিন চলবে বন্দে ভারত?

হাওয়া দফতর এও জানিয়েছে, বুধবার কলকাতা এবং লাগোয়া এলাকায় বিকেল বা সন্ধ্যা নাগাদ ঝড় উঠতে পারে। বিকেলের দিকে কালবৈশাখী হলে গুমোট আবহাওয়ায় থেকে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, হাওয়া দফতরেরে পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে বুধবারের ঝড়বৃষ্টিতে সঙ্গে কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টি দেখা যেতে পারে।
আরও পড়ুন:

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-২০: দুর্নীতির দুর্বিপাকে পিতৃতান্ত্রিক দ্বন্দ্ব

কন্ডোম ছাড়া মিলনে সুখ বেশি, কিন্তু বিপদের ভয়ও অনেক, কোন ৫টি ভুল মারাত্মক হয়ে উঠতে পারে?

বে শুধু দক্ষিণ নয়, ভিজবে উত্তরবঙ্গও। বুধবার থেকে টানা তিন দিন বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। বৃষ্টির পাশাপাশি ওই সব জেলায় ঝোড়ো হাওয়াও বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। হাওয়া দফতর ওই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Skip to content