শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী। সংগৃহীত।

আট পড়ুয়া স্কুল থেকে পালিয়ে গিয়েছিল। সবাই দামোদর নদে নেমেছিল স্নানে করতে। সেখানে স্নান করতে গিয়েই তিনজন ছাত্র তলিয়ে গেল জলে। বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। তিন ছাত্রের খোঁজে চলছে তল্লাশি অভিযান। নিখোঁজ পড়ুয়াদের অভিভাবকরাও ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন পড়ুয়ার নাম ভিকি শীল, শুভজিৎ নস্কর এবং সৌম্যজিত সাহা। তারা দুর্গাপুরের একটি স্কুলে পড়াশোনা করত। সবাই দশম শ্রেণির পড়ুয়া। বাড়ি দুর্গাপুরের এমএএমসি টাউনশিপে। আটজন ছাত্র স্কুল বাঁকুড়ায় আসে। সেখানে তারা দামোদরে স্নান করতে যায়। এক ছাত্র জানিয়েছে, ‘‘তারা সবাই দামোদরে স্নানে নেমেছিলাম। এর মধ্যে এক জন ডুবে গেলে তাকে উদ্ধার করতে একে একে বাকি দু’জন যায়। কিন্তু তারাও তলিয়ে যায়।’’
আরও পড়ুন:

হাই কোর্টেও ‘কালীঘাটের কাকু’র জামিন খারিজ, যদিও স্ত্রীর শেষকৃত্যে প্যারোলে মুক্তি পেতে পারেন

খাওয়ার পরিমাণে রাশ টেনে রোগা হতে চান? তাহলে মেনে চলুন কয়েকটি কথা

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৩: ব্যা ব্যা ব্ল্যাক শিপ

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। তিন ছাত্রকে ডুবে যেতে দেখে স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধার করতে নামেন। পুলিশকেও জানানো হয়। তিন ছাত্রের খোঁজে পুলিশ এবং বিশেষ উদ্ধারকারী দল নদীতে নেমে তল্লাশি শুরু করে। তবে এখনও পর্যন্ত কাউকেই উদ্ধার করা যায়নি বলে জানা গিয়েছে। নিখোঁজ পড়ুয়াদের অভিভাবকদের পুলিশ খবর দেয়। এর পর অভিভাবকরাও পৌঁছে যান ঘটনাস্থলে।

Skip to content