বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

করোনা আক্রান্ত কিংবদন্তি সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এসএসকেএম হাসপাতাল থেকে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গুরুতর অসুস্থ হওয়ায় বৃহস্পতিবার গ্রিন করিডর করে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তাঁকে। বিকেলে এসএসকেএমে শিল্পীর চিকিৎসার খোঁজখবর নিতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই চিকিৎসকরা জানান সন্ধ্যা মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই শিল্পীকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘শিল্পীকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করতে চেয়েছিল পরিবার। শম্ভুনাথে ভালোই চিকিৎসা হয়। কিন্তু ওঁর হার্টের সমস্যা রয়েছে। আর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে হার্টের চিকিৎসার পরিকাঠামো অতটা ভালো নয়। উডবার্ন হলে কোনও চিন্তা ছিল না। কিন্তু ওখানে করোনা রোগীর চিকিৎসার কোনও ব্যবস্থা নেই। তাই আমরা ওঁকে আজ স্থানান্তরের ব্যবস্থা করছি।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার ৯১ বছর বয়সি এই কিংবদন্তি শিল্পী কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্মশ্রী পুরস্কার প্রত্যাখ্যান করেন, যা নিয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। এরপর বুধবার দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে তিনি বাথরুমে পড়েও গিয়েছিলেন।
গতকাল মুখ্যমন্ত্রী শিল্পীর খোঁজখবর নিতে তাঁকে সরাসরি ফোন করেছিলেন। তখনই মুখ্যমন্ত্রী শিল্পীর গলা শুনে বুঝতে পারেন তাঁর শরীর ভালো নেই। এরপর তিনি শিল্পীর কন্যা সৌমী সেনগুপ্তকে ফোন করে মায়ের খবর নেন এবং হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। আজ সকালে পারিবারিক চিকিৎসক ডাঃ বিমল মিত্র শিল্পীকে পরীক্ষা করে দেখে নিশ্চিত হন তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কন্যা সৌমী সেনগুপ্ত জানান, মুখ্যমন্ত্রী যেভাবে নিজে উদ্যোগী হয়ে চিকিৎসার সব বন্দোবস্ত করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।

Skip to content