সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

শনিবার বেলা গড়াতেই গরমে একেবারে গলদঘর্ম অবস্থা। যদিও আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রাজ্যের ৩ জেলায় আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর এমনই পূর্বাভাস জারি করেছে।
আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে বর্ষণের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি পূর্বাভাস রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে। যদিও কলকাতাতে কখন বৃষ্টি শুরু হবে সে বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আবহাওয়া দফতর কোনও পূর্বাভাস জারি করেনি। হাওয়া দফতর এও জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী ৩ মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২: সকালবেলার আগন্তুক

পুরীতে বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া-রুবি মেট্রো পরিষেবারও

শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে। বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারেও।

কলকাতায় আগামী ২ দিনের তাপমাত্রার পারদের খুব একটা পরিবর্তন হবে না। বৃষ্টির পরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

Skip to content