শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন। এমনটাই বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ইস্তফার পরে ‘বৃহত্তর ক্ষেত্রে’ যেতে চলেছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক ক্ষেত্রেই তিনি যেতে চলেছেন বলে জানিয়েছেন।

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩৮: সুন্দরবনের ব্যাঘ্র-পরিচয়

প্রথম ছবিতেই বাবার সঙ্গে সুহানা! কোন চরিত্রে থাকছেন শাহরুখ?

রবিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, সোমবার কলকাতা হাই কোর্টে তাঁর শেষ দিন। যে ক’টি মামলা তাঁর হাতে রয়েছে, সেগুলি সোমবার ছেড়ে দেবেন। মঙ্গলবার বিচারপতি রাষ্ট্রপতির কাছে তাঁর পদত্যাগপত্র পাঠাবেন।
আরও পড়ুন:

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-২৮: পেপসি-টেপসি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩৫: মা সারদার ভ্রাতৃবিয়োগ

বিচারপতি গঙ্গোপাধ্যায় কোন ‘বৃহত্তর ক্ষেত্রে’ যেতে চলেছেন? বিচারপতি রাজনীতির ইঙ্গিত দিয়েছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘‘আপনি কি লোকসভা ভোটে দাঁড়াতে চলেছেন?’’ উত্তরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘যদি আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিই, তারা যদি আমাকে টিকিট দেয়, তাহলে আমি বিবেচনা করে দেখব।’’
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৪৯: শ্রদ্ধাঞ্জলি— প্রযোজক-গায়িকা অসীমা মুখোপাধ্যায়, অভিনেত্রী অঞ্জনা ভৌমিক ও গীতিকার মিল্টু ঘোষ

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-১৩: ইন্দিরা দেবী—ঠাকুরবাড়ির আলো!

কেন বিচারপতি গঙ্গোপাধ্যায় পদত্যাগের সিদ্ধান্ত নিলেন? বিচারপতি জানান, ‘‘রাজ্যের বর্তমান শাসকদলের অনেকে আমাকে চ্যালেঞ্জ করেছিলেন। চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে যে আহ্বান তাঁরা জানিয়েছেন, সেই আহ্বান আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমি এর জন্য শাসকদলকে অভিনন্দন জানাতে চাই।’’

বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘‘রাজ্যের দুরবস্থা চলছে। অপমানজনক অধ্যায় চলছে। আমি মৌর্য সাম্রাজ্যের কথা শুনেছিলাম। এখন চৌর্য সাম্রাজ্য চলছে। বাঙালি হিসাবে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। যারা শাসক হিসাবে দেখা দিয়েছে, তারা রাজ্যের উপকার করতে পারবে বলে মনে হয় না। যদি না কড়া প্রহরা থাকে। তাই আমি শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বলব, সঠিক সিদ্ধান্ত নিতে।’’উল্লেখ্য, আগামী অগস্ট মাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অবসর গ্রহণের কথা ছিল।

Skip to content