শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: সংগৃহীত।

কয়েক জন পড়ুয়া স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। তারা উত্তর ২৪ পরগনার আড়িয়াদহ থেকে হুগলির উত্তরপাড়ায় এসেছিল। দুর্ঘটনাটি ঘটে বাড়ি ফেরার সময়। পড়ুয়ারা উত্তরপাড়া জেটি থেকে ঝাঁপ দিয়ে লঞ্চ ধরতে গিয়েছিল। সে সময়ই গঙ্গায় তলিয়ে যায় এক পড়ুয়া। তার খোঁজ জোরদার তল্লাশি চলছে।
পুলিশ সূত্রে খবর, নিখোঁজ ছাত্রের নাম মলয় প্রামাণিক। উত্তর ২৪ পরগনার আড়িয়াদহ কালাচাঁদ হাই স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া মলয়। জনা সাতেক বন্ধুর সঙ্গে সোমবার ঘাট পেরিয়ে উত্তরপাড়ায় এসেছিল মলয়। বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। উত্তরপাড়া থেকে লঞ্চ ধরতে গিয়ে সে গঙ্গায় তলিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, পড়ুয়ারা গঙ্গা পেরিয়ে এসে উত্তরপাড়ায় পাড়ে বসে তারা মদ্যপান করে। তখন বৃষ্টি হচ্ছিল বলে লঞ্চ ছাড়তেও দেরি হচ্ছিল। সে সময় ওদের মধ্যে দু’জন সিগারেট কিনতে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে লঞ্চ ছেড়ে দেয়। মলয় সেই অবস্থায় জেটি থেকে ঝাঁপ মেরে লঞ্চ ধরার চেষ্টা করে। কিন্তু পা পিছলে সে গঙ্গায় পড়ে যায়।
আরও পড়ুন:

ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরবে এই ৩ পানীয় নিয়মিত খেলে

উত্তম কথাচিত্র, পর্ব-৪০: সে এক স্বর্গপুরীর ‘চিরকুমার সভা’

বিক্রম সিংহ নামে ‘জলসাথী’র এক কর্মী মলয়কে দীর্ঘ ক্ষণ ধরে খোঁজাখুঁজি করেন। তবে তাকে পাওয়া যায়নি। উত্তরপাড়া থানার পুলিশও মলয়ের খোঁজে তল্লাশি শুরু করে। এ প্রসঙ্গে মলয়ের দাদা সৌরভ জানান, ‘‘মলয় কয়েকজন বন্ধুদের সঙ্গে উত্তরপাড়ায় এসেছিল। বাড়ি ফেরার পথে লঞ্চে উঠতে গিয়ে ঘটে এই দুর্ঘটনাটি ঘটে।’’
আরও পড়ুন:

বিচিত্রের বৈচিত্র, মাই নেম ইজ গওহর জান—ভারতীয় শাস্ত্রীয় সংগীতে অঘোষিত বিপ্লব এনেছিলেন এই শিল্পী

পর্দার আড়ালে, পর্ব-৩৫: বাঘের কাছ থেকে চাবি আনতে গিয়ে বাঘা রুপী রবি ঘোষের অবস্থা কী হয়েছিল সহজেই অনুমেয়

এ নিয়ে লঞ্চের চালক গৌতম দাস জানান, ‘‘জেটিতে বসে কয়েক জন ছাত্র বিয়ার খাচ্ছিল। লঞ্চ ছাড়ার আগে ওদের মধ্যে দু’জন সিগারেট কিনতে যায়। আমরা ওদের বারণ কলেও ওরা শোনেনি। লঞ্চ ছাড়ার পরে লাফিয়ে উঠতে গিয়ে একজন জলে পড়ে গেল।’’

প্রাথমিকে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল কি সমর্থন করেন?
9 .

Skip to content